HighlightNewsদেশধর্ম ও দর্শন

নুপুর শর্মাকে গ্রেপ্তারের আবেদন প্রত্যাহারের পরামর্শ দিল সুপ্রিম কোর্ট

টিডিএন বাংলা ডেস্ক: শুক্রবার সুপ্রিম কোর্ট নূপুর শর্মাকে গ্রেপ্তারের আবেদন প্রত্যাহারের পরামর্শ দিয়েছে। প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃত্বাধীন বেঞ্চ আবেদনকারীকে বলেন, এ ধরনের পিটিশন করা খুবই সহজ মনে হলেও এর সুদূরপ্রসারী পরিণতি রয়েছে। আমাদের পরামর্শ হল এটা প্রত্যাহার করে নেওয়া হোক।

প্রসঙ্গত, ২৬ মে নূপুর শর্মা একটি টেলিভিশন চ্যানেলে নবী মোহাম্মদ সম্পর্কে একটি বিতর্কিত মন্তব্য করেন। যার পর দেশে ব্যাপক বিরোধ ও সহিংসতা শুরু হয়। বেশ কয়েকটি মুসলিম দেশও তাদের প্রতিবাদ নথিভুক্ত করে, যার পরে বিজেপি নূপুর শর্মার মন্তব্য থেকে নিজেদের দূরে সরিয়ে নেয় এবং নূপুর শর্মাকে দল থেকে বরখাস্ত করে।

এর আগে, গত ১৯ জুলাই শুনানিতে আদালত ১০ আগস্ট পর্যন্ত নূপুর শর্মার গ্রেপ্তার স্থগিত করার নির্দেশ দেয়। আদালত ৮টি রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে এই মামলায় নোটিশ জারি করে। নূপুর শর্মার বিরুদ্ধে কোনও জবরদস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার জন্য আদালত রাজ্যগুলিকে নোটিশ দেয়। এর আগে, গত ১লা জুলাই হওয়া শুনানির সময় নূপুর শর্মাকে কড়া ভাষায় তিরস্কার করে সুপ্রিম কোর্ট। নবীকে নিয়ে তাঁর মন্তব্যের পর যে সহিংসতা হয়েছিল তার জন্য আদালত তাঁকেই “একমাত্র দায়ী” করে আদালত। আদালত সেসময় জানিয়েছিল, নূপুর শর্মা টেলিভিশনে একটি নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন। তিনি জনগণের আবেগকে উস্কে দিয়েছেন এবং সারাদেশে যা কিছু ঘটছে তার জন্য দায়ী নূপুর শর্মা। তিনি দেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছেন। আদালত জানায়, নূপুর শর্মা শর্তসাপেক্ষে তাঁর বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছিলেন, তাও যখন জনগণের ক্ষোভ ছড়িয়ে পড়েছিল। এটা তাঁর একগুঁয়েমি ও ঔদ্ধত্য প্রকাশ করে।
আদালত বলে, তিনি কোন দলের মুখপাত্র তাতে কী আসে যায়। তিনি মনে করেন তাঁর ক্ষমতার মদদ আছে এবং তিনি আইনের বিরুদ্ধে যে কোনো কথা বলতে পারেন।

Related Articles

Back to top button
error: