বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে লক্ষাধিক টাকার সামগ্রী চুরি, চাঞ্চল্য সিউড়িতে

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, বীরভূম: বীরভূমের সিউড়ির অরবিন্দ পল্লীতে অতিরিক্ত পুলিশ সুপারের বাংলোর পেছনে বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে লক্ষাধিক টাকার সামগ্রী চুরির ঘটনা ঘটায় চাঞ্চল্য এলাকায়। বাড়ির এক সদস্য সুকন্যা মণ্ডল জানান দিন কয়েক ধরেই তারা বাড়ির বাইরে ছিল। গতকাল বাড়ি এসে দেখতে পাই বাড়ির সমস্ত দরজা ভাঙ্গা অবস্থায় রয়েছে। এবং বাড়ির ভেতর থাকা দুটি আলমারি সহ বেশ কয়েকটি জায়গা ভাঙচুর করা হয়েছে। তিনি জানান 25 হাজার টাকা এবং আড়াই ভরী সোনার গহনা ছিল তার বাড়িতে। সমস্ত কিছু চুরি করে নিয়ে গেছে কেউ বাকারা। সিউড়ি থানায় অভিযোগ জানিয়েছেন এ ব্যাপারে।

এদিন সকালে পুলিশ গিয়ে ঘটনার তদন্ত করে আসে। ঘটনার জেরে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, যেভাবে বাড়ির প্রত্যেকটা রুমে তালা ভেঙে চুরি করা হয়েছে। তাতে দুষ্কৃতিরা বেশ খানিক সময় নিয়ে এই ঘটনা ঘটিয়েছে। তাছাড়া অভিযুক্তদের দুঃসাহস সম্পর্কেও অনেকে বলছেন। কারণ ঘটনাস্থলের পিছনেই রয়েছে পুলিশ সুপারের বাংলো।