টিডিএন বাংলা ডেস্ক: পশ্চিমবঙ্গের কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে। দেশের করোনা পরিস্থিতি নিয়ে ভিডিয়ো বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ করা যেতে পারে, করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনার জন্য আট রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন সহ অন্যান্যরা। করোনার দ্বিতীয় ঢেউ, কোভিড টিকা বণ্টন সহ একাধিক ইস্যুতে আলোচনা করা হয় এদিন।