দেশ

পাকিস্তানে বসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কৃষকদের উস্কে দেওয়ার ষড়যন্ত্র চলছে! দাবি দিল্লি পুলিশের

টিডিএন বাংলা ডেস্ক: পাকিস্তানে বসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কৃষকদের উস্কে দেওয়ার ষড়যন্ত্র চলছে! এমনটাই দাবি করল দিল্লি পুলিশ। রবিবার সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশ গোয়েন্দা সূত্র উদ্ধৃত করে জানান, পাকিস্তানের মাটি থেকে অন্তত ৩০৮টি টুইটার হ্যান্ডেল চালানো হচ্ছে। ওই টুইটার হ্যান্ডেলের মাধ্যমে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে বিশৃঙ্খলা তৈরির ষড়যন্ত্র করা হচ্ছে।

দিল্লি পুলিশের স্পেশ্যাল কমিশনার দীপক পাঠক জানিয়েছেন, ‘‘বিশৃঙ্খলা এবং ধোঁয়াশা তৈরিই ওই টুইটার অ্যাকাউন্টগুলির লক্ষ্য। এবিষয়ে সচেতন থাকতে আমরা কৃষক নেতাদের অনুরোধ করেছি।’

Related Articles

Back to top button
error: