HighlightNewsদেশ

আদালতে জমছে মামলার পাহাড়, তাই বন্ধ করা হোক বাড়তি ছুটি: দাবি বিজেপি সংসদের

টিডিএন বাংলা ডেস্ক: দেশের প্রতিটি আদালতে প্রতি নিয়ত জমছে মামলার পাহাড়। অন্যদিকে রীতি মেনে প্রতি বছর গরমকালে ৪৭ দিন ছুটি ও শীতে ২০ দিন একটানা ছুটি রাখা হয় আদালত। এই দীর্ঘ এককালীন ছুটির নিয়োমের বিরুদ্ধে প্রশ্ন তুলে বাড়তি ছুটি বন্ধ করা হোক বলে দাবি জানালেন বিজেপির রাজ্যসভার সংসদ তথা বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সুশীল মোদী।

রাজ্যসভায় নিউ দিল্লি ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার সংশোধনী বিল নিয়ে আলোচনায় চলা কালে আদালতে মামলার বোঝা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আদালতের ছুটি সরকারের বাকি অফিসকাছাড়ির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া দরকার বলে মন্তব্য করেন সুশীল মোদী। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন গ্রীষ্মে ৪৭ দিন, শীতে ২০ দিন টানা আদালত বন্ধ থাকলে মামলার বোঝা কীভাবে কমবে? তিনি আরও বলেন, ‘আমরা জানি, আদালতের ভ্যাকেশন বেঞ্চে গুরুত্বপূর্ণ মামলার বিচার হয়। কিন্তু মামলার বোঝা কমে না। সরকারের উচিত আদালতের বাড়তি ছুটি বন্ধ করা। গরম ও শীতের বিশেষ ছুটি থাকা উচিত নয়।’

Related Articles

Back to top button
error: