দেশ

জাতীয় মনিটাইজেশন পাইপলাইনের বিরোধিতার কোনও কারণ নেই : ওমর আব্দুল্লাহ

টিডিএন বাংলা ডেস্ক : সরকারি সম্পত্তি ব্যবসায়িক কাজে ব্যবহার করে ৬ লক্ষ কোটি টাকা তোলার ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। কিন্তু এই সিদ্ধান্তে ভুল কিছু দেখছেন না জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ।

ওমরের কথায়, এনএমপি-র বিরোধিতা করার কোনও কারণ নেই। মনিটাইজেশন এবং প্রাইভেটাইজেশন সম্পূর্ণ আলাদা বিষয়। সরকারি সম্পত্তি ব্যবসায়িক কাজে ব্যবহার করা মানেই বিক্রি করা নয়। পড়ে থাকা সম্পত্তির বাণিজ্যিক কাজে ব্যবহারে কোনও ভুল নেই। তবে তার কথায়, সরকারি সম্পত্তির বাণিজ্যিকীকরণ যেন স্বচ্ছতার সঙ্গে হয়।

ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন প্রকল্পের নামে দেশের রাষ্ট্রদূত সংস্থাগুলি বেসরকারি সংস্থাকে ভাড়া দিয়ে বিপুল অঙ্কের টাকা রোজগারের পরিকল্পনা করেছে সরকার। সম্প্রতি এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ও পি চিদাম্বরম। তাদের অভিযোগ, ৭০ বছরে তিলে তিলে গড়া সম্পত্তি। তাকে বিক্রি করে দিচ্ছে মোদি সরকার। রেল, খনি, বিদ্যুৎ, জাতীয় সড়ক, বিমানবন্দর বেসরকারিকরণ করা হচ্ছে। সরকারের এই পদক্ষেপের ফলে বেকারত্ব বাড়বে। কাজ হারাবে বহু মানুষ। কিছু শিল্পপতিকে লাভবান করার উদ্দেশ্যে দেশের সম্পদ বেচে দিচ্ছেন প্রধানমন্ত্রী। জাতীয় নগদীকরণ পাইপলাইন ইস্যুতে সরকারের তীব্র সমালোচনা করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

Related Articles

Back to top button
error: