HighlightNewsদেশ

হোয়াটস অ্যাপে মিলবে টিকার সার্টিফিকেট

টিডিএন বাংলা ডেস্ক : হোয়াটস অ্যাপে মিলবে ভ্যাকসিনের সার্টিফিকেট। রবিবার এমনই জানাল কেন্দ্র।এর ফলে মুহূর্তের মধ্যে হাতের মুঠোয় চলে আসবে টিকার শংসাপত্র। ভ্যাকসিন নিয়েছেন, অথচ সার্টিফিকেট পান নি। এরজন্য হয়তো অনেক জায়গায় যেতে পারেননি। এমন অভিযোগ প্রায়ই শোনা যাচ্ছে। একাধিক রাজ্যে ভ্যাকসিনের সার্টিফিকেট আবশ্যিক ঘোষণা করা হয়েছে। এরমধ্যে সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে হোয়াটস অ্যাপে টিকার সার্টিফিকেট পাওয়া যাবে বলে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
এদিন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য জানান, স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়ার দফতরের টুইটার হ্যান্ডেলে এদিন এ প্রসঙ্গে বলা হয়েছে, ‘প্রযুক্তিকে সাধারণ মানুষের জীবনে কাজে লাগিয়েই বিপ্লব হবে। এবার কোভিড-১৯ এর ভ্যাকসিনের শংসাপত্র সহজেই হোয়াটসঅ্যাপে পেতে পারেন। MyGov করোনা হেল্পডেস্কে মাত্র তিনটি সহজ ধাপ পার করতে হবে এর জন্য।…’
প্রথম ধাপ : ৯০১৩১৫১৫১৫ নম্বরটি সেভ করুন ফোনে
দ্বিতীয় ধাপ: হোয়াটসঅ্যাপে এই নম্বরের উইনডো খুলে টাইপ করুন ‘covid certificate’ এবং পাঠিয়ে দিন
তৃতীয় ধাপ : OTP দিন
ব্যস, তাহলেই কেল্লাফতে। মুহূর্তের মধ্যে টিকার সার্টিফিকেট আপনার চোখের সামনে ঝলমলিয়ে উঠবে।

Related Articles

Back to top button
error: