দেশ

বাড়ছে উষ্ণতা, ফুঁসবে সমুদ্র! সতর্ক না হলে বড় বিপদ ওত পেতে

টিডিএন বাংলা ডেস্ক : হাতে সময় বড্ড কম। এখনই সাবধান না হলেই নয়। ইঙ্গিত দিল রাষ্ট্রসঙ্ঘের ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অব ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি)। রাষ্ট্রসঙ্ঘের পরিবেশ সংক্রান্ত ইন্টারগর্ভমেন্ট প্যানেল সোমবার একটি রিপোর্ট প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, আগামী দু’দশকের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়বে দেড় ডিগ্রি। আর এই পরিস্থিতির জন্য সম্পূর্ণভাবে দায়ী মানুষই। সে কথাও উল্লেখ করা হয়েছে রিপোর্টে।
কী বলা হয়েছে ওই রিপোর্টে? বলা হয়েছে, ভারত মহাসাগরের উষ্ণতা দ্রুত বাড়ছে। যা চিন্তা বাড়াচ্ছে গবেষকদের। কারণ এরফলে ইয়াস, আমফান বা আয়লার মতো সুপার সাইক্লোনের সম্মুখীন হতে হবে ভারতকে। ঝড়ের ধাক্কা সামলাতে হবে কলকাতা ও মুম্বইকে। বিশেষজ্ঞরা বলছেন, গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে। ফলে একটা বিস্তীর্ণ অঞ্চলের তাপমাত্রার পারদ বাড়বে। আগামী ২০ বছরের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়বে দেড় ডিগ্রি। এতে গরমকাল লম্বা হবে। শীতকালের আয়ু কমবে। যা প্রভাব ফেলবে মানুষের স্বাস্থ্য ও চাষাবাদের কাজে। শুধু তাই নয়! অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও বাড়ছে। যে বৃষ্টি এক দশকে একবার হয়, তেমনই তীব্র বর্ষণ ঘনঘন হতে পারে। এমনও উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে। বৃষ্টির তীব্রতা বাড়বে ৬.৭ শতাংশ। সম্মুখীন হতে হবে খরার মতো পরিস্থিতিরও। যে খরা বা জলের অভাব ১০ বছরে একবার দেখা যায়, তা এবার ৫ থেকে ৬ বছর অন্তরই হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

এর আগে ২০১৩ সালে এমনই একটি রিপোর্ট প্রকাশ্যে আসে। প্রত্যেক ৭ বছর অন্তর এই ধরণের রিপোর্ট তৈরি করা হয়। এই সমীক্ষাটি করেছেন ১৯৫টি দেশের বিশেষজ্ঞরা। সেই রিপোর্টের ভিত্তিতে ২৬ জুলাই একটি ভার্চুয়াল আলোচনা হয়। তাতেই এই মারাত্মক আশঙ্কার কথা শোনানো হয়েছে।

Related Articles

Back to top button
error: