HighlightNewsরাজ্য

২১শে জুলাই তৃণমূলের শহীদ স্মরণ দিবসে নিয়ন্ত্রিত হবে শহরের যানবাহন চলাচল

টিডিএন বাংলা ডেস্ক: ২১শে জুলাই তৃণমূলের শহীদ স্মরণ দিবসে নিয়ন্ত্রিত হবে শহরের যানবাহন চলাচল। এবছরের এই শহীদ দিবসে কয়েক লক্ষ মানুষের জমায়েতের লক্ষ্য নিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। ফলে ঐদিন শহরের বিভিন্ন রাস্তায় সৃষ্টি হতে পারে যানজট। এই সমস্যা এড়াতে ওইদিন নিয়ন্ত্রণ করা হবে কলকাতা শহরের বেশ কিছু রাস্তার যান চলাচল। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানান হয়েছে, ঐদিন কলেজ স্ট্রিট, রবীন্দ্র সরণি, বিধান সরণি (বিবেকানন্দ রোড থেকে সি সেন স্ট্রিট ), ব্রেবোর্ন রোড, স্ট্র্যান্ড রোড (হেয়ার স্ট্রিট থেকে রাজা উডমান্ট স্ট্রিট), বি বি গাঙ্গুলি স্ট্রিট, বেন্টিঙ্ক স্ট্রিট, আর্মহার্স্ট স্ট্রিট এবং নিউ সিআইটি রোড দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। গত দুই বছর করোনা মহামারির কারণে প্রকাশ্যে শহীদ দিবসের জমায়েত করতে পারেনি তাঁরা। ভার্চুয়ালি এই সভার আয়োজন করা হয়েছিল। তাই এবছর যথেষ্ট বড়ো করে প্রচুর লোকসমাগমের মাধ্যমে ২১শে জুলাইয়ের শহীদ দিবস পালনের উদ্যোগ নিয়েছে রাজ্যের শাসকদল।

Related Articles

Back to top button
error: