তৃণমূলের অন্তর্জলী যাত্রা শুরু হয়েছে, মন্তব্য অধীর চৌধুরীর

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: দল ভাঙার খেলা খেলে মমতা বিরোধীদের নিশ্চিহ্ন করার খেলায় নেমেছিল। কংগ্রেসকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। আজ সেই খেলায় খতম হচ্ছে তৃণমূল নিজেই। শুভেন্দু অধিকারীর রাজ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগের পর এই ইস্যুতে এমনই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি আরও বলেন, তৃণমূল কংগ্রেসের অন্তর্জলী যাত্রা শুরু হয়ে গেল। অধীর চৌধুরীর মতে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের একটা স্তম্ভ ছিল। তাকে দিয়ে অকাজ কুকাজ করিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার ভাইপো কাটমানি খেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে আজ সবাই প্রতিবাদ করছে। অধীর চৌধুরী এদিন বলেন বাংলায় আর তৃণমূল দল থাকবে না। যারা সাম্প্রদায়িক শক্তির বিরোধিতা করতে চান তারা কংগ্রেসে আসুন।