হঠাৎ পদত্যাগ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী! কারণ নিয়ে চলছে জল্পনা

The Chief Minister of Tripura, Shri Biplab Kumar Deb meeting the Union Minister for Consumer Affairs, Food and Public Distribution, Shri Ram Vilas Paswan, in New Delhi on September, 19, 2018.

টিডিএন বাংলা ডেস্ক: শনিবার দুপুরে আচমকাই ইস্তফা দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন দুপুরে রাজ্যপালের কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন বিপ্লব। ঠিক কি কারণে এমন সিদ্ধান্ত তা এখনও জানা যায়নি। নিজের ইস্তফা পত্রে বিপ্লব কুমার দেব মাত্র একটি লাইন লিখেছেন।ওই পত্রে তিনি রাজ্যপালের কাছে অনুরোধ করেছেন আজ থেকেই তাঁর ইস্তফা যেন গ্রাহ্য করা হয়।
এদিকে বিল্পবের এহেন ইস্তফা দেওয়া নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর, তাঁকে দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে ইস্তফা দিতে বলা হয়েছিল। তবে এই তথ্যের সত্যতা যাচাই করা যায়নি। দলের তরফ থেকে এখনই কেউ এবিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।

প্রসঙ্গত, ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি জয় লাভ করার পর ত্রিপুরায় মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন বিপ্লব কুমার দেব। উপ-মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন জিষ্ণুদেব শর্মা। তারপর আচমকাই নিজের মেয়াদ শেষ হওয়ার আগেই কেন এভাবে ইস্তফা দিলেন বিপ্লব, তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা রকমের জল্পনা। মূলত, ইস্তফা দেওয়ার পর একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া বিপ্লবের মন্তব্যকে ঘিরেই চলছে জল্পনা। বিপ্লবের ইস্তফার পেছনে কি রয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্বের নির্দেশ?
উল্লেখ্য, এদিন ইস্তফা জমা দেওয়ার পর বিপ্লব কুমার দেব বলেন,” দল আমাকে যেখানে যে কাজের জন্য ভাববে আমি তাতেই রাজি।” বিপ্লবের এহেন মন্তব্যের পর রাজনৈতিক মহলে জল্পনা, তবে কি বিপ্লবের কাজে খুশি নন অমিত শাহরা? সরাসরি এবিষয়ে বিপ্লব কুমার দেব কিছু জানাননি। যদিও সূত্রের খবর অনুযায়ী, ইস্তফার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের শাহের সঙ্গে টেলিফোনে বার্তালাপ হয় বিপ্লবের। আগামী দিনে তাঁকে বিজেপির সাংগঠনিক কাজের দায়িত্ব দেওয়া হতে পারে বলেও জানা গিয়েছে।