রাজ্য

রাশিয়ার থেকে তেল আমদানিতে ‘লাভবান’ দু’টি সংস্থা! বিদেশমন্ত্রীকে চিঠি দিলেন তৃণমূল সাংসদ

টিডিএন বাংলা ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির আবহে ভারতের রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা নিয়ে আন্তর্জাতিক মহলে আগেই সমালোচনার মুখে পড়েছে কেন্দ্র সরকার। এরপরে পরিস্থিতি সামাল দিতে কেন্দ্র জানিয়েছিল, ভারত নিজেদের স্বার্থের কথাই ভাববে। কিন্ত, কেন্দ্রের ওই সিদ্ধান্তে সত্যিই কি লাভবান হচ্ছে দেশের মানুষ? কেন্দ্রের ওই সিদ্ধান্ত কি দেশের স্বার্থরক্ষার জন্য নাকি, সরকারের ঘনিষ্ঠ কর্পোরেট সংস্থার স্বার্থের কথা মাথায় রেখে, সেই প্রশ্ন তুলেই এবার বিদেশমন্ত্রী এস জয়শংকরকে বিড়ম্বনায় ফেলেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জহর সরকার।
মাত্র এক বছরের মধ্যেই রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ প্রায় তিরিশ গুণ বৃদ্ধি করা হলেও তাতে দেশের সাধারণ মানুষের কী লাভ হয়েছে, বিদেশমন্ত্রী চিঠি লিখে সেই প্রশ্নের জবাব চেয়েছেন তৃণমূল সাংসদ। একইসঙ্গে, এতে যে দুটি বড় বাণিজ্যিক সংস্থার লাভ হয়েছে সেই তথ্য তুলে ধরে বিদেশমন্ত্রী এস জয়শংকরকে দীর্ঘ দু’পাতার চিঠি লিখেছেন জহর সরকার।
বিদেশমন্ত্রীকে দেওয়া ওই চিঠিতে জহর লিখেছেন, এহেন সিদ্ধান্তে দেশের সাধারণ মানুষ যারা পেট্রোলিয়ামজাত পদার্থ ব্যহার করে তাদের কোনও সুবিধা হয়নি। বরং গুজরাটের দুই বড় রিফাইনারি সংস্থা বিপুল লাভের মুখ দেখেছে। শুধু তাই নয়, জহর আরো বলেছেন, জনসমক্ষে মুখ রক্ষা করতে কেন্দ্রীয় অর্থমন্ত্রক কর তুলে নেওয়ার কথা বলেছে ঠিকই। কিন্তু, তাতে আমাদের দেশের কি আদৌ কোনও লাভ হয়েছে? আন্তর্জাতিক মহল মহল থেকে ভারতের বিরুদ্ধে রাশিয়ার অপরিশোধিত তেল শোধন করে ইউরোপের দেশগুলিতে চড়া দামে পাঠানো হচ্ছে বলেও অভিযোগ উঠছে। একইসঙ্গে, এই বিষয়ে তথ্য উল্লেখ করে কেন্দ্রীয় মন্ত্রী সরাসরি কেন জবাব দিচ্ছেন না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূলের সাংসদ।

জহর সরকার চিঠিতে জানতে চেয়েছেন, রাশিয়ার তেল বহনের জন্য আচমকা মুম্বইয়ের একটি সংস্থা ৫৪টি ট্যাঙ্কার কীভাবে কিনে ফেলল? শুধু তাই নয়, এরা কারা সেই বিষয়েও যে রহস্য রয়েছে–তা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রশ্ন উঠছে বলেও চিঠিতে উল্লেখ করেছেন জহর সরকার।

Related Articles

Back to top button
error: