রাজ্য

উমর খালিদকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ওয়েলফেয়ার পার্টির রাজ্য সভাপতি মনসা সেনের

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: দিল্লী হিংসায় যোগসাজশের অভিযোগে জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানালেন ওয়েলফেয়ার পার্টির পশ্চিমবঙ্গ শাখার রাজ্য সভাপতি মনসা সেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, জেএনইউ-র প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদকে রবিবার রাত্রি ১১টায় নিজের বাড়ি থেকে দিল্লী দাঙ্গার মিথ্যা মামলায় দিল্লী পুলিশের স্পেশাল সেল গ্রেফতার করে। পুলিশের অভিযোগ মিথ্যা। অবিলম্বে উমর খালিদের মুক্তির দাবি জানাচ্ছি।
তিনি আরো বলেন, উস্কানিমূলক বিবৃতি দিয়ে যারা দিল্লী দাঙ্গা ঘটালো তারা নিরাপদে আছে, অন্যদিকে নির্দোষদের গ্রেফতার করা হচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে সরকার এই কাজ করছে। ইউএপিএ একটা অসাংবিধানিক আইন, এই আইন জনগণের অধিকার এবং স্বাধীনভাবে কথা বলার অধিকার কেড়ে নেবে, এর বাস্তবরূপ দেখতে পেলাম। সিএএ বিরোধী আন্দোলন করা কোনো অপরাধ নয়, সরকারের বিরুদ্ধে আন্দোলন করা গণতান্ত্রিক অধিকার। উমার খালিদকে প্রতিহিংসাপরায়ণ হয়ে গ্রেফতার করা হয়েছে। উমর খালিদের গ্রেফতারের প্রতিবাদে রাজ্যজুড়ে ওয়েলফেয়ার পার্টি পথে নামবে বলেও জানিয়ে দেন মনসা সেন।

Related Articles

Back to top button
error: