দেশ

উমর খালিদকে ১০ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত

টিডিএন বাংলা ডেস্ক: চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হওয়া দিল্লি দাঙ্গার ঘটনায় মূল ষড়যন্ত্রকারী হওয়ার অভিযোগে দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নেতা উমর খালিদকে রবিবার রাত প্রায় ১১:৩০ নাগাদ তার বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যায়। এরপর গভীর রাত অব্দি জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। সোমবার এই মামলা দিল্লির কর্কর্দুমা আদালতে ওঠে। এদিন আদালত উমর খালিদকে দশ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

রবিবার, গভীর রাতে উমর খালিদকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের তরফে বলা হয়েছে, দিল্লি দাঙ্গার ঘটনায় উমর খালিদ ছিলেন অন্যতম ষড়যন্ত্রকারী। এই ঘটনায় অন্যতম অভিযুক্ত আম আদমি পার্টির কাউন্সিলর তাহির হুসেনের সঙ্গে প্রত্যক্ষ যোগ ছিল উমর খালিদের। দু’জনে মিলে শলাপরামর্শ করে হিংসাকে আরও বাড়াতে ভূমিকা নিয়েছিল।

Related Articles

Back to top button
error: