দিল্লি জ্বালাবার চক্রান্ত করেছিল জাকির নায়েক, উমর খালিদ, তাহির হুসেন, খালিদ সৈফি, সফুরা জরগর, অপুর্বানন্দেরা; দাবি বিজেপি নেতা কপিল মিশ্রের
টিডিএন বাংলা ডেস্ক: দিল্লির দাঙ্গার পেছনে হাত ছিল জাকির নায়েক, উমর খালিদ,তাহির হুসেন, খালিদ সৈফি, সফুরা জরগর, অপুর্বানন্দদের। এমনটাই দাবি করেছেন বিজেপি নেতা কপিল মিশ্র। তার দাবি মাসের পর মাস ধরে এই চক্রান্ত করা হয়েছিল। এ প্রসঙ্গে একটি টুইট করে কপিল মিশ্র লেখেন,”এটাই হলো দিল্লির দাঙ্গার সেই সত্য যা গণমাধ্যম দেখাবেনা। দিল্লিতে সাধারণ মানুষকে হত্যা করার চক্রান্ত করা হয়েছিল, মাসের পর মাস ধরে জাকির নায়েক, উমর খালিদ,তাহির হুসেন, খালিদ সৈফি, সফুরা জরগর, অপুর্বানন্দদের মতো মানুষেরা দিল্লি জ্বালিয়ে দেওয়ার প্রস্তুতি করেছে। এটা ২৬/১১ এর মোটো ইসলামিক হামলা ছিল।”নিজের এই টুইটের সঙ্গে কপিল মিশ্র একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দিল্লিবাসী এক মহিলা দাবি করছেন যে, কপিল মিশ্রের এই দাঙ্গার পেছনে কোন দোষ নেই। বরং তিনি তো তাঁদেরকে বাঁচিয়েছেন। না হলে তাঁরা মারা যেতেন।