টিডিএন বাংলা ডেস্ক: দ্বিতীয়বারের জন্য রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন হরিবংশ সিং। বিরোধীদের সমর্থিত আরজেডির মনোজ কুমার ঝাকে ধ্বনিভোটে পরাজিত করে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।
এদিন হরিবংশ সিং নির্বাচিত হওয়ার পরেই শুভেচ্ছা বার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “হরিবংশজি গণতন্ত্রের ধ্বজাধারি। তিনি বিহারের সন্তান। গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় ওই প্রদেশের অবদান সর্বজনবিদিত। আমরা সবাই জানি লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের জন্মস্থান সীতাবদিয়ারার মানুষ হরিবংশজি। আমি মনে করি বিহারের সেই গৌরবোজ্জ্বল ঐতিহ্য আরও এগিয়ে নিয়ে যাবেন তিনি।”