দেশ

প্রধানমন্ত্রী সমালোচকদের স্বাগত বার্তা জানানোর সময় তাদের কি মূল্য দিতে হবে তা বলতে ভুলে যান; উমর খালিদ প্রসঙ্গে নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন শশী থারুর

টিডিএন বাংলা ডেস্ক: চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হওয়া দিল্লি দাঙ্গার ঘটনায় মূল ষড়যন্ত্রকারী হওয়ার অভিযোগে দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নেতা উমর খালিদকে রবিবার গভীর রাতে গ্রেফতার করেছে। এই ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন স্তরের মানুষেরা একত্র হয়ে প্রতিবাদ জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। সেই পংক্তিতে প্রতিবাদ জানিয়ে এবার উমর খালিদের গ্রেফতারি প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন বড়িষ্ঠ কংগ্রেস নেতা শশী থারুর।

হ্যাশট্যাগ স্ট্যান্ড আপ উইথ উমর খালিদ লিখে, শশী থারুর দাবি করেন প্রধানমন্ত্রী সমালোচকদের স্বাগত জানানোর বার্তা দিলেও সমালোচনা করার পর তাদের কি মূল্য দিতে হবে তা উল্লেখ করতে ভুলে যান। নিজের টুইটের সঙ্গে কংগ্রেস নেতা, ওয়েলফেয়ার পার্টি প্রেসিডেন্ট ইলিয়াস এসকিউআর এর একটি মন্তব্য তুলে ধরেন।নিজের অফিশিয়াল টুইটার একাউন্টে ইলিয়াস এসকিউআর লিখেছেন,”আমার ছেলে উমর খালিদকে আজ রাত ১১:৩০ নাগাদ ইউএপি অ্যাক্টের আওতায় দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ গ্রেফতার করেছে। রাত ১:০০ অব্দি পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। তাকে দিল্লি দাঙ্গার জন্য অভিযুক্ত করা হয়েছে। হ্যাশট্যাগ স্ট্যান্ড আপ উইথ উমর খালিদ।”

ইলিয়াস এসকিউআর এর এই মন্তব্যকে সমর্থন করে কংগ্রেস নেতা শশী থারুর লিখেছেন,”প্রধানমন্ত্রী বলেন যে তিনি সমালোচনাকে স্বাগত জানান, তবে যাঁরা বক্তব্য রাখবেন, তাঁদের সমালোচনার জন্য যে মূল্য দিতে হবে তা উল্লেখ করতে ভুলে যান। আজকের ভারতে, পেব্যাক কেবল আমাদের নিজস্ব নাগরিকদের কাছে সংরক্ষিত, কখনও দেশের বিরুদ্ধে নয় যারা আদতে আমাদের সার্বভৌমত্বকে প্রশ্ন করেন এবং চ্যালেঞ্জ করেন।”

Related Articles

Back to top button
error: