চেন্নাই পৌছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ; সাক্ষাৎ করতে পারেন সুপারস্টার রজনীকান্তের সঙ্গে

টিডিএন বাংলা ডেস্ক: চেন্নাইতে পৌঁছে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি তামিলনাড়ুতে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া দলীয় কর্মী এবং নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন অমিত শাহ। পাশাপাশি রাজনীতির মঞ্চে প্রবেশের প্রস্তুতিতে থাকা সুপারস্টার রজনীকান্তের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আজ থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চেন্নাই সফর শুরু হয়ে যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চেন্নাই মেট্রোরেলের দ্বিতীয় পর্বের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। এর আনুমানিক ব্যয় ৬১,৮৪৩ কোটি টাকা বলে জানা গেছে। এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রী পলানিসস্বামীও তার সঙ্গে উপস্থিত থাকবেন। এর পাশাপাশি অমিত শাহ ৩৮০ কোটি টাকা ব্যয় করে নির্মিত থিরুওয়াল্লুরে থেরভয় কান্দিগাই জলাশয়ের উদ্বোধন করবেন।