টিডিএন বাংলা ডেস্ক: ছত্তিশগড়ের কোন্ডাগাঁওে জনসভা করতে গিয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। কংগ্রেসের শাসনকালে নকশালবাদ ও মাওবাদীদের বাড়বাড়ন্ত বেড়েছিল বলে দাবি করেন তিনি।
এপ্রসঙ্গে অমিত শাহ বলেন, “কংগ্রেসের শাসনকালে নকশালবাদের বাড়বাড়ন্ত বেড়েছিল। কিন্তু, বিজেপি ক্ষমতায় আসার পর তা ৭০ শতাংশ কমে গেছে। কংগ্রেস কোনওদিন উপজাতি সম্প্রদায়ের উন্নয়নের জন্য কোনও কিছু করেনি। তারা শুধুমাত্র প্রতিশ্রুতিই দিয়ে গেছে যা তারা কোনও দিন তা পূরণ করতে পারেনি।”
#WATCH | Union Minister Amit Shah in Chhattisgarh’s Kondagaon says, “During the Congress rule naxalism increased while the BJP reduced Naxal menace by 70 per cent…Congress never did anything for the development of the tribals and only made promises which were never… pic.twitter.com/3y8lcHmIZm
— ANI (@ANI) October 19, 2023