HighlightNewsরাজ্য

পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের নিয়ে চাকরিমুখী প্রস্তুতি কর্মশালা CTAG প্রতিষ্ঠানের

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: সরকারি চাকরিতে এগিয়ে দিতে রাজ্যের পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের নিয়ে চাকরিমুখী প্রস্তুতি কর্মশালার আয়োজন করল WBCS কোচিং সেন্টার CTAG প্রতিষ্ঠান। গতকাল বুধবার দুপুর ২ টা নাগাদ রাজারহাট থানার অন্তর্গত গোপালপুর গ্রামে CTAG প্রতিষ্ঠান আয়োজিত এই সরকারি চাকরি পরীক্ষা সংক্রান্ত বিশেষ কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদ্য WBCS-এ সফল এবং DSP পদে উত্তীর্ণ মোহাম্মদ রিয়াজ হোসেন (র‍্যাঙ্ক-১) এবং আতিয়া রহমান (র‍্যাঙ্ক-৪)। এছাড়াও উপস্থিত ছিলেন হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের রাজ্য দায়িত্বশীল মোঃ মাসুদ আলম , বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক মোঃ নূরুদ্দিন শাহ, CTAG কোচিং সেন্টারের ইনচার্জ ফারুক আহমেদ প্রমুখ।

এদিনের এই কর্মশালায় দুজন বিশেষ অতিথি প্রস্তুতিকালীন সময়ের কথা তুলে ধরে ছাত্র ছাত্রীদের উদ্বুদ্ধ করেন। DSP আতিয়া রহমান বলেন, “এই ধরনের কোচিং সেন্টার বিশেষ করে মেয়েদের জন্য খুবই প্রয়োজন, কেননা আমাদের সমাজে মেয়েদের দ্রুত বিয়ে দিয়ে দেওয়া হয়। ফলে তাঁরা পরিবারের খুশির জন্য নিজেদের স্বপ্নকে কুরবানি করে দেয়। রিয়াজ হোসেন বলেন, “আমরা যে অবস্থাতেই থাকিনা কেন, আমাদের প্রস্তুতি কালীন সময়ে অবশ্যই আমাদের নির্দিষ্ট নিয়ম মেনে প্রতিনিয়ত পড়তে হবে এবং রিভিশন সব থেকে বেশি প্রয়োজন।” তিনি শিক্ষার্থীদের আরও গুরুত্ব দিয়ে প্রতিনিয়ত পত্রিকা পড়ার পরামর্শ দেন।

নূরুদ্দিন শাহ বলেন, “আমাদের ইহকালীন জীবনে সুখ শান্তি পাওয়ার জন্য অবশ্যই আমাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং সফলতা অর্জন করার পরে আমাদের পরকালীন জীবনকে শান্তিময় করার জন্য সমাজের উন্নতির জন্য আল্লাহকে সন্তুট করে কাজ করতে হবে। এছাড়াও CTAG প্রতিষ্ঠানের এক কর্মকর্তা মাসুদ আলম কোচিং সেন্টারের সমস্ত কার্যকলাপ তুলে ধরে বলেন, “আমাদের সকলেই সমাজের ভালোর জন্য ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।” ফারুক আহমেদ জানান, “আমরা শুধু এই সেন্টারে নয় বরং সমস্ত প্রত্যন্ত এলাকায় গিয়ে এই ধরনের কর্মশালা করবো। যার ফলে আমরা সমস্ত গরীব ছাত্র ছাত্রীদেরকে অনুপ্রেরণা জোগাতে পারবো।”

Related Articles

Back to top button
error: