Highlightরাজ্য

আদমশুমারি থেকে এনপিআর আলাদা করার দাবিতে পথে নামল বিভিন্ন গণসংগঠন

টিডিএন বাংলা ডেস্ক: ২০২২ সালের আদমশুমারি প্রক্রিয়া থেকে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার (এনপিআর) আলাদা করার দাবিতে শুক্রবার বেলিয়া ঘাটা পোস্ট অফিস মোড় থেকে শত শত নাগরিক এনএস সল্টলেকের জনগননা ভবন পর্যন্ত একটি মিছিলের আয়োজন করে। জাতীয় রেজিস্টার সিটিজেন (এনআরসি) বাতিল করার ও একটি জাতভিত্তিক আদমশুমারি নিশ্চিত করার দাবি তোলেন তারা। এদিনের মিছিলে বস্তিবাসী মহিলাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। সমাবেশের শেষে বিভিন্ন গণসংগঠনের ৪ জনের একটি প্রতিনিধিদল আদমশুমারী কর্মকর্তাদের সাথে দেখা করে এবং একটি স্মারকলিপি জমা দেয়। প্রতিনিধি দলে ছিলেন কংগ্রেস বিধায়ক সুখবিলাস বর্মা, জয় ভীম নেটওয়ার্কের শরদিন্দু বিশ্বাস এবং ফোরামের সহ-আহ্বায়ক মান জার জামিল এবং প্রসেনজিৎ বোস।

এই বিক্ষোভ সমাবেশ থেকে দাবি করা হয় কেন্দ্র সরকার যদি এনপিআর, এনআরসি বাতিল ও জাত-ভিত্তিক আদমশুমারির সিদ্ধান্ত না নেয় তাহলে রাজ্য সরকারের উচিত বিহারের অনুকরণ করে নিজ উদ্যোগে তা বাস্তবায়ন করা।” পাশাপাশি মন্ডল কমিশন রিপোর্ট মেনে সাংবিধানিক স্বীকৃত অনগ্রসর শ্রেণীর জন্য একটি জাতীয় কমিশন গঠন ও সমগ্র জনসংখ্যার নির্ভুল গণনা এবং তাদের আর্থ-সামাজিক অবস্থা পরিমাপ করারও দাবি তোলেন তারা।

Related Articles

Back to top button
error: