HighlightNewsদেশ

পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর

  • টিডিএন বাংলা ডেস্কঃ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী আমরেন্দ্র সিং গত মার্চ মাসে ট‍্যুইট করে জানিয়েছিলেন, ‘ভোট কৌশলী প্রশান্ত কিশোর তার উপদেষ্টা হিসাবে যোগ দিচ্ছেন।’ এই সময় থেকেই তার উপদেষ্টা হিসেবে কাজ করেছেন প্রশান্ত কিশোর। কিন্তু পাঁচ মাস যেতে না যেতেই তিনি উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিলেন। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ঠিক কি কারণে তিনি এই পদ থেকে ইস্তফা দিলেন তা স্পষ্ট করে জানা জায়নি। তিনি অমরেন্দ্র সিংহকে দেওয়া চিঠিতে জানান, “আপাতত সাময়িক বিরতি নিচ্ছি। বিষয়টি আপনি জানেন। তাই আপনার প্রধান উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিলাম। আপনার কাছ থেকে অব্যাহতি চাইছি। এই সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।” উল্লেখ্য যে, প্রশান্ত কিশোর বর্তমানে ভারতের অন্যতম ভোট কৌশলী হিসেবে খ্যাতি লাভ করেছেন। এরই মধ্যে তিনি বেশকিছু রাজ্যে ও কেন্দ্রে প্রধান ভোট প্রকৌশলী হিসেবে কাজ করেছেন। দুটি রাজ‍্য ছাড়া সব রাজ‍্যেই তার বিজয়ের রেকর্ড আছে। পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের ভোটের ফলাফল প্রকাশের পরপরই তিনি জানান, এই পেশা থেকে তিনি অব্যাহতি নিচ্ছেন। তবে এর পর তিনি কী করবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে। তিনি অন্য কোন দলে যোগ দিবেন নাকি নিজের নতুন কোন দল তৈরি করবেন সে নিয়ে ধোঁয়াশা রয়েছে। গত মাসেই তিনি রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা, সোনিয়া ও সরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করেছেন। এর পরপরই তার কংগ্রেসের যোগ দেওয়ার খবর রটে যায়। অবশ্য এখনও পর্যন্ত তিনি কংগ্রেসের যোগ দেওয়ার বা না দেওয়ার ব্যাপারে স্পষ্ট বিবৃতি দেননি। এবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর উপদেষ্টার পদ থেকে পদত্যাগের ফলে তার কংগ্রেসে যোগ দেওয়ার সম্ভাবনা আরও জোরালো হলো বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Related Articles

Back to top button
error: