HighlightNewsদেশ

হস্টেল খোলার দাবিতে ছাত্র বিক্ষোভে উত্তপ্ত বিশ্বভারতী

টিডিএন বাংলা ডেস্ক : হস্টেল খোলার দাবিতে ছাত্র বিক্ষোভে উত্তপ্ত বিশ্বভারতী। করোনা পরিস্থিতিতে বন্ধ হয়ে যায় সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ের হস্টেল। কিন্তু করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও, এখনও বন্ধ বিশ্বভারতীর ক্যাম্পাসের হস্টেলের দরজা। এর ফলে বেশ কয়েকদিন ধরেই পড়ুয়ারা বিক্ষোভ দেখাতে থাকেন, আজ সেই বিক্ষোভ অন্যমাত্রা নেয়। সোমবার সকাল থেকেই ক্যাম্পাসে উত্তেজনা শুরু হয়। সকাল থেকেই দফায় দফায় বিক্ষোভ চলছিল বিশ্ববিদ্যালয় চত্বরে। ছাত্রছাত্রীদের এই আন্দোলনে উত্তাল হয়ে উঠল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।

একাধিক দাবিতে বামপন্থী ছাত্র সংগঠন ও তৃণমূল ছাত্র পরিষদ নজিরবিহীন ভাবে ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলন করে। নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তিতে উত্তেজনা ছড়ায় বিশ্বভারতী ক্যাম্পাসে। সকালেই বিশ্ববিদ্যালয়ের প্রথম গেট থেকে মিছিল শুরু করে তারা। আন্দোলনকারীরা যাতে ক্যাম্পাসে ঢুকতে না পারে তাই ফটকের গেট সহ একাধিক দফতরের গেটেও তালা ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। গেটের তালা খোলার দাবি তোলেন পড়ুয়ারা। তালা না খোলায় আনন্দ পাঠশালার ফটক টপকেই বেশকিছু আন্দোলনকারী ছাত্রছাত্রী ঢুকে পড়েন বিশ্ববিদ্যালয়ের মধ্যে। পাঠভবনে তখন ক্লাস চলছিল। তাদের হট্ট গোলের কারণে পাঠভবনে চলতে থাকা ক্লাস বন্ধ করে দেওয়া হয়। পাঠভবনের মতো সঙ্গীত ভবনের ক্লাসও বন্ধ করে দেওয়া হয়। ফলে বাইরে থেকে আসা পড়ুয়ারা ক্লাস না করেই ফিরে যেতে বাধ্য হয় বলে অভিযোগ উঠেছে।

পড়ুয়াদের এই বিক্ষোভ থেকে দাবি ওঠে অবিলম্বে হস্টেল খুলতে হবে, অফলাইনে পড়াশোনা শুরু করতে হবে এবং পরীক্ষা নেওয়ার ব্যাবস্থা করতে হবে। তারা আরও দাবি তোলেন, মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সীমা বাড়াতে হবে। দুপুর নাগাদ বিশ্বভারতীর কর্মসচিবের অফিস ঘেরাও করে তারা। এই প্রথম কেন্দ্রীয় অফিসের ভিতরে ঢুকে কর্মসচিবের অফিসে ঢুকে পড়লেন আন্দোলনরত ছাত্রছাত্রীরা। ঘেরাও হওয়ার পরে কর্মসচিবও ছাত্রছাত্রীদের সঙ্গে মাটিতে বসে পড়েন। এদিন ক্লাস বন্ধ করে দেওয়ার ঘটনা নজিরবিহীন বলেই মনে করছে শিক্ষামহলের একাংশ। তবে বিশ্বভারতী কর্তৃপক্ষ পূর্বেই জানিয়ে দিয়েছিল, হস্টেলের সাফাই পর্ব শেষ হলেই খোলা হবে।

Related Articles

Back to top button
error: