আইসিসি বোর্ডের কমিটিতে স্থান করে নিলেন ভিভিএস লক্ষ্মণ, চেয়ারম্যানের দৌড়ে এগিয়ে সৌরভ

টিডিএন বাংলা ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট বোর্ড আইসিসির পুরুষদের ক্রিকেট কমিটিতে স্থান করে নিলেন প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। একই সঙ্গে ওই একই কমিটিতে স্থান পেলেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ড্যানিয়েল ভিত্তোরিও। আর বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায় আইসিসি-র ক্রিকেট কমিটির শীর্ষে গেলেন সৌরভ। তার জায়গাতেই ওই কমিটিতে আনা হয়েছে ভিভিএস লক্ষ্মণকে। তাই জল্পনা চলছে সম্ভবত এ বার আইসিসি চেয়ারম্যান হতে চলেছেন সৌরভই। এমনই গুঞ্জন চলছে ক্রিকেট মহলে।

জানা গিয়েছে, এবার চেয়ারম্যান হওয়ার নিয়মে পরিবর্তন আনা হয়েছে। এবারের নির্বাচনে ওই কমিটির মোট ১৬ জন সদস্যের মধ্যে ৯ জনের অর্থাৎ অর্ধেকের থেকে ১টি ভোট বেশি পেলে সে চেয়ারম্যান নির্বাচিত হবেন। সেক্ষেত্রে সৌরভের জন্য চেয়ারম্যান হওয়া অনেকটাই সহজ হয়ে গেল। আগামী ১৩ নভেম্বর মেলবোর্নে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি বোর্ডের চেয়ারম্যান নির্বাচন অনুষ্টিত হবে।