HighlightNewsদেশ

আমরা কাউকে ধর্মান্তরিত করিনা, তাৎপর্যপূর্ণ মন্তব্য ভাগবতের

টিডিএন বাংলা ডেস্ক : ধর্মান্তরণ নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। তিনি বলেন, কাউকে ধর্মান্তরিত করার ইচ্ছে নেই আরএসএসের। তবে সকলকে ভালো করে বাঁচার শিক্ষা দিতে চায় সঙ্ঘ। আমরা ভারতের মতো পবিত্র ভূমিতে জন্মেছি। এটা গোটা বিশ্বের কাছে তুলে ধরতে চাই। আমাদের গুরুরা আমাদের শিক্ষা দিয়েছেন, কাউকে ধর্মান্তরিত না করেই ভালো মানুষ হয়ে বাঁচার শিক্ষা দিতে।

সঙ্ঘ প্রধানের কথায়, “শুধুমাত্র যারা দুর্বল তারা শোষিত হয়। স্বামী বিবেকানন্দ বলেছিলেন দুর্বলতা পাপ। ক্ষমতা মানে সংগঠিতভাবে বসবাস করা। একা একজন মানুষ শক্তিশালী হতে পারে না। কলিযুগে সংগঠনকে শক্তি হিসেবে ধরা হয়। আমাদের সবাইকে একসঙ্গে নিয়ে চলা উচিত। আমাদের কাউকে পরিবর্তন করার দরকার নেই। মোহন ভাগবতের কথায়, গোটা বিশ্ব আমাদের পরিবার। ভারত একসুরে গাঁথা। সেই সুর যারা কাটতে চাইবেন তাদের শিখিয়ে দেওয়া হবে দেশের আসল সুর। দেশকে বিশ্বগুরুর মর্যাদা দিতে হলে সকলকে সম্মিলিতভাবে এগিয়ে এসে এক সুরে এক সঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন ভাগবত। সামনের বছর ৫ রাজ্যে বিধানসভা ভোট। তার আগে সঙ্ঘপ্রধানের এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related Articles

Back to top button
error: