HighlightNewsদেশ

কৃষি আইন প্রত্যাহার, বেজায় রুষ্ট মন্ত্রী

টিডিএন বাংলা ডেস্ক : কেন্দ্র কৃষি আইন প্রত্যাহার করায় বেজায় চটেছেন অসামরিক বিমান চলাচল মন্ত্রকের প্রতিমন্ত্রী ভিকে সিং। বৈদ্যুতিন একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, ”কালা আইন বলে চিলচিৎকার করছেন কৃষকরা। বিরোধীরাও তালে তাল দিয়েছে। কালো আইন? তা আবার হয় নাকি! কালো তো কালির রঙ!”

কৃষক ইউনিয়নগুলির উদ্দেশ্যে মন্ত্রীর প্রশ্ন, কৃষি আইনগুলোকে কালা কানুন বলছেন কেন? তাদের মধ্যে কোন বিষয়টিকে কালো বলে মনে হচ্ছে? তিনটি আইন যে কালিতে লেখা হয়েছে, তার রঙ কালো। আইনের মধ্যে কালো কিছুই নেই। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পরিষ্কার বলেছেন, তাঁর সরকার কৃষকদের পক্ষেই। অন্নদাতাদের স্বার্থের কথা ভেবেই এই ৩ আইন প্রত্যাহার করা হচ্ছে। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত যে তিনি মেনে নিতে পারেননি, তাও মন্ত্রী পরোক্ষে বুঝিয়ে দিয়েছেন।

সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমরা অন্ধের মতো অনুসরণ করি। কৃষকদের উদ্দেশ্যে ভিকে সিং বলেন, কৃষি আইনে কালো লেখাটা আপনারা কোথায় দেখলেন? কৃষক ইউনিয়নগুলি সম্পর্কে মন্ত্রী বলেন, আসলে সংগঠনগুলি প্রতিযোগিতায় নেমেছে। ফলে প্রান্তিক কৃষকদের কথা তারা ভুলে গেছেন। আর আন্দোলনে মেতে উঠেছেন। তাই প্রধানমন্ত্রী শেষমেশ আইনকেই প্রত্যাহার করে নিলেন।

Related Articles

Back to top button
error: