HighlightNewsরাজ্য

“বাদশার শাস্তি চাই”, বর্ধমানে আত্মঘাতী তরুণীর দেহ নিয়ে বিক্ষোভ, গ্রেফতার ৪

টিডিএন বাংলা ডেস্ক: বর্ধমানে আত্মঘাতী তরুণী তুহিনা খাতুনের মৃত্যুর ঘটনায় জড়িয়ে পড়েছে জয়ী তৃণমূল কাউন্সিলর বাদশা ওরফে শেখ বশির আহমেদের নাম। সদ্য জয়ী তৃণমূল কাউন্সিলরের নাম রয়েছে এফআইআর-এ। এই ঘটনায় তিন মহিলা সহ চারজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের সকলেরই বাড়ি বর্ধমানের বাবুরবাগের পশ্চিম পাড়ায়। ধৃতদের বৃহস্পতিবার বর্ধমান আদালতে পেশ করা হলে ধৃত গোলাম নবীকে পাঁচদিন পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট। বাকিদের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে ১৭ মার্চ ফের আদালতে পেশের নির্দেশ দেন বিচারক।
বর্ধমান শহরের ২৭ নম্বর ওয়ার্ডের বাবুরবাগ এলাকার বাসিন্দা মৃত ওই তরুণীর দিদি কুহেলি বিবির অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার সকালে শেখ গোলাম নবী ওরফে গোলাপ, তহমিনা বিবি ওরফে তসমিনা, সোনাহার বিবি ওরফে সোনা বিবি, মনোয়ারা বিবি ওরফে মিনুকে আলিশা বাস স্ট্যান্ড থেকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশের কাছে মৃতার দিদি অভিযোগ জানিয়েছেন, ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী হিসেবে শেখ বশির আহমেদ টিকিট পাওয়ার পর থেকেই তিনি এবং তাঁর অনুগামীরা কুহেলিদের পরিবারের ওপর নানাভাবে নির্যাতন শুরু করেন। মৃতার বাবা ধনাই শেখের অভিযোগ, তাঁরা সকলেই তৃণমূলের সমর্থক কিন্তু জয়ী কাউন্সিলর বশির আহমেদ ওরফে বাদশার বিপক্ষ গোষ্ঠী করেন তাঁরা। তাঁরা সকলে জয়হিন্দ বাহিনীর সভাপতি মুক্তার মিঞার অনুগামী।

বুধবার ভোটের ফল বের হওয়ার পর কয়েকজন তাঁদের বাড়িতে চড়াও হন বলে অভিযোগ জানিয়েছেন মৃতার দিদি। তিনি আরো অভিযোগ করেছেন, তাঁকে ও তাঁর বোন তুহিনা খাতুনকে মারধর করার পাশাপাশি তাঁদের শ্লীলতাহানিও করা হয়। ঘটনার পর বাড়ি থেকে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তুহিনার মৃতদেহ উদ্ধার হয়।

স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, কিছুদিন আগেই কুহেলিদের বাড়ির কাছের একটি দেওয়ালে তিন মহিলার ঝুলন্ত দেহের ছবি আঁকা হয় এবং বশির আহমেদ ভোটে জিতল কুহেলি ও তাঁর দুই বোনের ওই ছবির মতই দশা করা হবে বলে এলাকায় প্রচার করা হয়। তদন্তে নেমে এই ঘটনার কথা জানতে পারে পুলিশ। অভিযোগ ভোটে জেতার পর বেলা তিনটে নাগাদ জয়ী তৃণমূল কাউন্সিলর বাদশা সহ বেশ কয়েকজন কুহেলিদের বাড়িতে হামলা চালান এরপরে উদ্ধার হয় মৃত তরুনীর গলায় ফাঁস লাগানো অবস্থায় দেহ। তবে এহেন সমস্ত অভিযোগের কথা অস্বীকার করেছেন জয়ী তৃণমূল কাউন্সিলর। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। তিনি এই ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নন।

এদিকে, সদ্য জয়ী তৃণমূল কাউন্সিলরের আত্মহত্যার ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযুক্ত হওয়ায় অস্বস্তিতে পড়েছে শাসকদল তৃণমূল। বৃহস্পতিবার তুহিনার মৃতদেহ ময়নাতদন্তের পর বাড়িতে নিয়ে যাওয়া হলে এলাকায় নতুন করে উত্তেজনা ছড়ায়। তুহিনার দেহ ঘিরে রেখে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। এলাকার বাসিন্দাদের একাংশের দাবি, নবনির্বাচিত কাউন্সিলর বশির আহমেদ ওরফে বাদশাকে দল থেকে অবিলম্বে বহিষ্কার করতে হবে।

Related Articles

Back to top button
error: