HighlightNewsরাজ্য

নবী অবমাননার প্রতিবাদ করায় গ্রেপ্তার ওয়েলফেয়ার পার্টির নেতা জাভেদ মুহাম্মদ ও তার পরিবার, ভেঙে দেওয়া হল বাড়ি!

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: নবী মহম্মদ(সঃ) কে অবমাননার প্রতিবাদে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে হওয়া বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিয়ে ছিলেন এই অভিযোগে গ্রেপ্তার করা হল উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা ওয়েলফেয়ার পার্টির কেন্দ্রীয় নেতা তথা ফ্র্যাটারনিটি মুভমেন্ট অফ ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি আফরিন ফাতিমার পিতা জাভেদ মহম্মদ ও তার পরিবারের সদস্যদের। এখানেই না থেমে এবার বেআইনি ভাবে নির্মাণ করা হয়েছে এই অভিযোগে ভেঙে গুড়িয়ে দেওয়া হল তার বাড়িও। বিভিন্ন সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে ঘরময় ছড়ানো বিভিন্ন জিনিসপত্র, আসবাব। কয়েক জন কিছু আসবাব রাস্তায় এনে ফেলছেন।

যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে প্রত্যাখ্যান করেছেন জাভেদ মহম্মদ। তার দল ওয়েলফেয়ার পার্টির দাবি, জাভেদ মোহাম্মদ এবং তাঁর স্ত্রী ও কন্যা কেউ সেদিনের ওই প্রতিবাদ মিছিলে ছিলেন না। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাদেরকে ফাঁসানোর চক্রান্ত হচ্ছে। ওয়েলফেয়ার পার্টির কেন্দ্রীয় প্রেসিডেন্ট এসকিউআর ইলিয়াস বলেন,” ২০১৯ সালে নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী বিক্ষোভে যারা বিশিষ্ট ছিলেন তাঁদের বিরুদ্ধে মনগড়া অভিযোগ গঠন করা হয়েছে তাঁদের বাড়িতে বুলডোজার চালানোর হুমকি দেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “জাভেদ মহম্মদ এবং তার পরিবারকে এলাহাবাদ পুলিশ কর্তৃক গ্রেফতার অবৈধ এবং বেআইনি। অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি চাই।”

উল্লেখ্য যে, ইতিপূর্বে বিজেপির সাসপেন্ড হওয়া কেন্দ্রীয় মুখপাত্র নূপুর শর্মার নবী অবমাননার প্রতিবাদে উত্তরপ্রদেশের সহারানপুরে বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়ার অভিযোগে শনিবার দু’জনের বাড়ি বুলডোজার চালিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছিল যোগী সরকার। এর আগে বিক্ষোভ মিছিলের উপর গুলির চালানোর অভিযোগ ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানাই। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে এবং জবাবদিহি করতে হবে পুলিশ কর্মকর্তাদের শাস্তি দিতে হবে।

Related Articles

Back to top button
error: