পার্থর অপসারণ নিয়ে যা বললেন মুখ্যমন্ত্রী মমতা

ছবি সংগৃহীত,

টিডিএন বাংলা ডেস্ক: মন্ত্রিসভার বৈঠকের পর সব মন্ত্রিত্ব থেকে অপসারণ করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। পার্থ চট্টোপাধ্যায়ের মাথায় রাজ্যের শিল্পমন্ত্রী, পরিষদীয়মন্ত্রী ও তথ্য প্রযুক্তিমন্ত্রীর দায়িত্ব ছিল। এবার সেই সমস্ত মন্ত্রকের দায়িত্ব কার হাতে থাকবে তা নিয়ে শুরু হয়ে ছিল জল্পনা। তবে এ বিষয়েও সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পার্থর অপসারণ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পার্থদার কাছে যা যা ডিপার্টমেন্ট ছিল তা আমার কাছে আসছে। এখন নতুন করে আমি যতক্ষণ না মন্ত্রীসভা গঠন করছি ততক্ষণ।’ তিনি আরও বলেন, ‘পার্থকে রিলিফ করেছি। করে এই ডিপার্টমেন্ট গুলো আমার কাছে এসছে।