HighlightNewsদেশ

হিন্দুদের সহনশীলতা কেন পরীক্ষা করছেন, সৌভাগ্যবশত তারা আইন ভাঙেনি, আদিপুরুষকে নিয়ে পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের

টিডিএন বাংলা ডেস্ক: ১৬ জুন মুক্তি পেয়েছিল আদিপুরুষ। গত বছরের ২ অক্টোবর মুক্তি পায় এর টিজার। তারপর থেকেই বিতর্কের মুখে পড়ে এই ছবি। এদিন, আদিপুরুষ ছবির আপত্তিকর সংলাপের মামলায় মঙ্গলবার এলাহাবাদ হাইকোর্টে শুনানি হয়। আদালতের লখনউ বেঞ্চ বলেছে, কেন হিন্দুদের সহনশীলতার পরীক্ষা নেওয়া হয়? সৌভাগ্যক্রমে তারা (হিন্দুরা) আইন ভাঙেনি। একইসঙ্গে, ভগবান রাম এবং ভগবান হনুমান সহ ধর্মীয় চরিত্রগুলিকে আপত্তিকরভাবে উপস্থাপন করার জন্য আদালত আদিপুরুষ চলচ্চিত্রের নির্মাতাদেরও সমালোচনা করেছে। আদালত ছবিটির সহ-লেখক মনোজ মুনতাশির শুক্লাকে মামলায় পক্ষ হিসেবে যুক্ত হওয়ার নির্দেশ দিয়েছে। তাদের নোটিশ জারির পাশাপাশি এক সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

Related Articles

Back to top button
error: