রাজ্য

ত্রিপুরাতে সাম্প্রদায়িক হিংসা কেন? কেন্দ্র-রাজ্যকে সুপ্রিম নোটিশ

টিডিএন বাংলা ডেস্ক : ত্রিপুরার সাম্প্রদায়িক সংঘর্ষের রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্ট। হিংসা রুখতে রাজ্য সরকার কী করছে, তা জানাতে সপ্তাহ খানেক আগে ত্রিপুরার ডিজিপি এবং স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। তখনই চাপে পড়ে বিপ্লব দেবের সরকার। ফের নির্দেশ সুপ্রিম কোর্টের তরফে। রাজ্যের হিংসা নিয়ে তদন্তের আর্জি সংক্রান্ত একটি মামলায় ত্রিপুরার পাশাপাশি কেন্দ্রকেও নোটিশ দিয়েছে শীর্ষ কোর্ট।

ত্রিপুরার হিংসা নিয়ে সাংবাদিকরা খবর ছড়াচ্ছেন। এমন দাবি বারবারই করে এসেছে বিপ্লব দেবের সরকার। তার ওপর ভিত্তি করে শতাধিক ব্যক্তির বিরুদ্ধে ইউএপিএ-তে মামলা দায়ের করে পুলিশ। সাংবাদিকদের একটা বড় অংশের দাবি, ত্রিপুরা ইজ বার্নিং লেখার জন্য তাদের বিরুদ্ধে ইউএপিএ মামলা করা হয়। সম্প্রতি এমনই একটি মামলা খারিজ করা হয়। শুনানিতে ত্রিপুরা সরকার এবং কেন্দ্রকে এক হাতে নিয়ে আইনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে শীর্ষ আদালত।

Related Articles

Back to top button
error: