টিডিএন বাংলা ডেস্ক: বাবরি রায় নিয়ে নীরব কেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? প্রশ্ন তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী ও সিপিআইএম পলিটব্যুরো সদস্য মোহাম্মদ সেলিম। অধীর রঞ্জন চৌধুরী বলেন, “আমি অবাক হয়ে যাচ্ছি তৃণমূলের যে নেতারা কথায় কথায় টুইট করেন তাঁরা কি আজ সবাই ঘুমিয়ে পড়েছেন! তাঁরা কি জানেনই না বাবরি ধ্বংস মামলায় সব অভিযুক্তকেই বেকসুর খালাস করা হয়েছে! আমি বরাবরই বলেছি, তৃণমূল ধর্মনিরপেক্ষ দল নয়। একদা বিজেপির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দোস্তি ছিল। এখনও আপদে বিপদে তাঁদের স্মরণ করেন। আদালতের রায় নিয়ে প্রতিক্রিয়া জানালে পাছে হিন্দুরা অসন্তুষ্ট হন, তাই তৃণমূল এখন ঘাপটি মেরে আছে।” পাশাপাশি এদিন সিপিআইএম পলিটব্যুরো সদস্য মোহাম্মদ সেলিমের কটাক্ষ, নাগপুরের আরএসএস সদর দফতর থেকে নির্দেশ আসেনি বলে মুখ্যমন্ত্রী কোনও প্রতিক্রিয়া দেননি।