আদালতের রায় নিজেই বিচারিক করসেবা; বাবরি মসজিদ ধ্বংস মামলার রায়ের সমালোচনায় ফেসবুকে মন্তব্য ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার
টিডিএন বাংলা ডেস্ক: সিবিআইয়ের বিশেষ আদালতে দীর্ঘ ২৮ বছর ধরে চলে আসা বাবরি মসজিদ ধ্বংস মামলায় অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে লালকৃষ্ণ আডবানি, মুরলী মনোহর যোশী, উমা ভারতী সহ ৩২ অভিযুক্তকে বেকসুর খালাস করে দেওয়া হয়। আদালতের সিদ্ধান্তের চরম সমালোচনা করলো ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া।
এদিন নিজেদের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করা হয় ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। ওই পোস্টারে বাবরি মসজিদের সেই ছবি তুলে ধরা হয়েছে, যখন বাবরি মসজিদের চূড়ায় উঠে করসেবকরা ভাঙচুর চালাচ্ছিলেন। অর্থাৎ ১৯৯২ সালের ৬ ডিসেম্বর এর সেই দিন। যেদিন কাতারে কাতারে করসে বকরা হামলা করেন বাবরি মসজিদের বিতর্কিত কাঠামোর ওপরে। ধ্বংস করা হয় বাবরি মসজিদ। সেই ঐতিহাসিক ছবির উপরে একটি ট্যাগ লাইন লেখা হয়েছে যেখানে বলা হয়েছে,”বাবরি মসজিদ ধ্বংস মামলা: আদালতের রায় নিজেই একটি বিচার কর সেবা।”এই একই বক্তব্য ওই ছবির সাথে লিখে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে।
প্রসঙ্গত, এদিন লখনৌতে সিবিআইয়ের বিশেষ আদালত বাবরি মসজিদ ধ্বংস মামলায় রায় ঘোষণা করে জানিয়েছে বাবরি মসজিদ ধ্বংস কোন পূর্ব পরিকল্পিত ঘটনা ছিল না। এই ঘটনা হঠাৎ করে আসা একটি ভিড় ওই ধ্বংসলীলা চালিয়েছিল। শুধু তাই নয়, আদালতের রায় অনুযায়ী, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত ৩২ জন আদতে ওই ভিড়কে সামলাবার চেষ্টা করছিলেন। আদালত এদিন জানিয়ে দেয়, অভিযুক্তদের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ আদালতে জমা করতে পারেনি সিবিআই। সিবিআই এর তরফ থেকে যে অডিও টেপ প্রমাণ হিসেবে জমা করা হয়েছিল সে সম্বন্ধে আদালত জানিয়েছে যে অডিও টেপের সত্যতা যাচাই করা যায় না। এছাড়া যে ভিডিও প্রমাণ হিসেবে সিবিআই জমা করেছিল, সেখানেও স্পিচ এর অডিও পরিষ্কার নয় বলে জানিয়েছেন। এদিনের রায় ঘোষণা করতে গিয়ে বিচারক এসপি যাদব বলেছেন, শুধুমাত্র ছবির ভিত্তিতে কাউকে দোষী সাব্যস্ত করা যায় না। এরপর বেকসুর খালাস করে দেওয়া হয় লালকৃষ্ণ আডবানি, মুরলী মনোহর যোশী, উমা ভারতীদের।