চিকিৎসককে বদলির প্রতিবাদে বিক্ষোভ আদিবাসীদের

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মালদা: আদিবাসী চিকিৎসককে বদলির প্রতিবাদে বিক্ষোভ। বুধবার মালদার গাজোল হাতিমারি প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে কয়েকশো আদিবাসী বিক্ষোভ দেখায়। তাদের দাবি অবিলম্বে আদিবাসী চিকিৎসক শিশুরাম শোরেনকে এই হাতিমারি প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে রাখতে হবে। যতক্ষন না ফেরানো হবে ততক্ষন তারা বিক্ষোভ দেখাবে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় গাজোল থানার পুলিশ।

এক বিক্ষোভকারী জানান, গাজোল এলাকা আদিবাসী অধ্যুষিত। সেই কারনে আদিবাসী চিকিৎসক থাকলে তার ভাষা অতি সহজে বুঝতে পারবে। চিকিৎসাও ভালো পাওয়া যাবে। সেই কারনে আমরা বিক্ষোভ দেখিয়েছি ও বিএমওএইচ এবং মুখ্যস্বাস্থ্য আধিকারিককে স্মারকলিপি তুলে দিয়েছি।