রাজ্য

সাংসদদের আচরণে উদ্বিগ্ন, ঘুম বন্ধ হয়েছে, দিনভর অনশনে রাজ্যসভার ডেপুটি চেয়্যারম্যান

টিডিএন বাংলা ডেস্ক: রবিবার কৃষি বিল পাশের দিন রাজ্যসভায় কার্যত তুলকালাম অবস্থার সৃষ্টি হয়। যার জেরে আট সাংসদকে বরখাস্তও করা হয়। আর সেদিনের আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবার দিনভর অনশনে রাজ্যসভার ডেপুটি চেয়্যারম্যান হরিবংশ।

আজই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুকে চিঠি দিয়ে তিনি লিখেছেন, “গত রবিবার রাজ্যসভায় যা ঘটেছে তাতে আমি গভীর উদ্বিগ্ন হয়েছি। গত দু’দিন আমি ঘুমোতে পারিনি। গণতন্ত্রের নামে বিরোধী এমপিরা হিংস্র আচরণ করেছেন। তাঁরা চেয়ারম্যানকে ভয় দেখাতে চেষ্টা করছিলেন। গত ২০ সেপ্টেম্বর আমার সামনে যা ঘটেছে, তাতে রাজ্যসভার মর্যাদাহানি হয়েছে। রুলবুক ছিঁড়ে আমার দিকে ছুড়ে দেওয়া হয়েছে। কয়েকজন এমপি টেবিলের ওপরে দাঁড়িয়ে পড়েছিলেন। তাঁরা আমার বিরুদ্ধে অসংসদীয় ভাষা প্রয়োগ করছিলেন। ওই ঘটনার কথা সবসময় আমার মনে পড়ছে। আমি ঘুমোতে পারছি না।

Related Articles

Back to top button
error: