টিডিএন বাংলা ডেস্ক: ফের বাড়লো মেয়াদ। আগামী ৬ অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হবে রিয়া চক্রবর্তীকে।
উল্লেখ্য, মাদক যোগে গত ৮ তারিখ গ্রেপ্তার করা হয় অভিনেতা প্রয়াত সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। প্রথমে তাকে ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে থাকার নির্দেশ দেয় আদালতের। জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ায় মুম্বইয়ের বাইকুল্লা জেলেই অবস্থান হয় তার। আজ ফের মেয়াদ বাড়ানো হয় রিয়ার।