HighlightNewsআন্তর্জাতিক

৪ বছরের জেল সু কি-র

টিডিএন বাংলা ডেস্ক : ফের কারাবন্দি মায়ানমারের তথাকথিত গণতান্ত্রিক নেত্রী আন সাং সুকি। চার বছরের জেল হল তাঁর। সেনার বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য এবং কোভিড বিধি ভঙ্গ করায় জোড়া মামলা দায়ের হয়। মায়ানমারের জুন্টা আদালত এই সাজা ঘোষণা করে।

গত জুন মাস থেকে সুকির বিরুদ্ধে এই মামলার বিচার শুরু হয়। সব অভিযোগ অস্বীকার করেছেন সুকি। ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে দেশের ক্ষমতা দখল নিয়েছিল সেনাবাহিনী। সুকির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি সংখ্যাগরিষ্ঠতা পেলেও সরকার ফেলে দিয়ে ক্ষমতা দখল করে নেয় সেনা। গৃহবন্দি করে রাখা হয় ৭৬ বছরের সুকিকে। তাঁর বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা দায়ের করে জুন্টা সরকার। তারমধ্যে রয়েছে রাষ্ট্রের গোপন তথ্যপাচার এবং আর্থিক কেলেঙ্কারির মতো অভিযোগ। পাশাপাশি অভিযোগ রয়েছে নিয়মবহির্ভূতভাবে ওয়াকিটকি রাখা এবং দাতব্য চিকিৎসালয়ের নামে অবৈধ জমি অধিগ্রহণ। বিশেষ সামরিক আদালতে এসব মামলার বিচার শুরু হবে আগামী সপ্তাহ থেকে। বিশেষ সামরিক আদালতে দোষী প্রমাণিত হলে সুকির কমপক্ষে ১০০ বছর কারাদণ্ড হতে পারে।

সুকির সাজার নির্দেশের বিরুদ্ধে সরব হয়েছে মানবাধিকার সংগঠন। পাশাপাশি রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকারবিষয়ক মায়ানমারের প্রাক্তনদূত ইয়াংহি লি ঘটনার তীব্র নিন্দা করেছেন।

Related Articles

Back to top button
error: