দেশ

ফোনে আড়িপাতা হয়েছে ৪০ জন ভারতীয় সাংবাদিকের! বোমা ফাটালো দেশি বিদেশি সংবাদমাধ্যম

টিডিএন বাংলা ডেস্ক : পেগাসাসের বিরুদ্ধে এবার বোমা ফাটালো দ্য গার্ডিয়ান, ওয়াশিংটন পোস্ট, দ্য ওয়্যারের মত দেশি-বিদেশি সংবাদমাধ্যমে। ফোনে শুধু আড়িপাতার তালিকা প্রকাশ করা নয়। ফরেন্সিক পরীক্ষা করে দাবি করা হয়েছে, ২০১৬ থেকে ২০১৯ এরমধ্যে যাদের ফোনে আড়িপাতা হয়েছে তাদের মধ্যে ১৮০ জন সাংবাদিক। এই ১৮০ জন এরমধ্যে আবার ৪০ জনই ভারতীয়।

ফরেনসিক পরীক্ষার দাবি, নরেন্দ্র মোদি সরকারের কোন নীতি, পদক্ষেপ বা দুর্নীতি নিয়ে খবর করার পরেই পেগাসাস স্পাইওয়্যার ঢোকানো হয়েছে তাদের ফোনে। সূত্রের খবর, দেশের ৪০ জন সাংবাদিক ছাড়াও ২ কেন্দ্রীয় মন্ত্রী পাশাপাশি ৩ প্রথম সারির বিরোধী নেতা, ব্যবসায়ী, মানবাধিকার কর্মী, সিবিআই, ইডির শীর্ষ আধিকারিক এবং বিচারপতি মিলিয়ে মোট ৩০০ জনের নাম রয়েছে পূর্ণাঙ্গ তালিকায়।

ইসরাইল অবশ্য গোড়া থেকেই পেগাসাস এর দায় নিতে নারাজ। ২০১৯ সালে তারা বলেছিল, ইসরাইলি সাইবার নিরাপত্তা সংস্থা এনএসও নেহাতই একটি বেসরকারি সংস্থা। তারা স্পাইওয়্যার ছড়িয়ে থাকে। এর দায় সম্পূর্ণভাবে ওই সংস্থার। পালটা এনএসও দাবি করেছে, সরকারি বরাত ছাড়া তারা কোনও ফোনে কান পাতে না। এখনো পর্যন্ত মোট ৩৬ টি দেশের সরকারকে পেগাসাস বিক্রি করেছে তারা। ভারতীয়দের ফোনে আড়িপাতার কে বরাত দিল? আপাতত এই প্রশ্নেই সরগরম দিল্লি।

এই ঘটনায় জোর সরকারের সমালোচনা করেছে বিরোধী শিবির। ২০১৯ সালে সৌরভ দাস নামে এক ব্যক্তি পেগাসাস নিয়ে আরটিআই ফাইল করেন। তার প্রশ্ন ভারত সরকার এনএসও-র থেকে পেগাসাস কিনেছে কিনা। কিংবা এই নিয়ে কোনও ভাবনা চিন্তা আছে কিনা। এর জবাবে বলা হয়েছিল, সেন্ট্রাল পাবলিক ইনফরমেশন অফিসারের কাছে এ নিয়ে কোনও তথ্য নেই।

Related Articles

Back to top button
error: