দেশ

সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করলে পাঁচ বছরের জেল! নয়া আইন নিয়ে বিতর্ক কেরলে

টিডিএন বাংলা ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করলে পাঁচ বছরের জেল! বিরোধিতার মাঝেই নয়া আইন নিয়ে বেজায় বিতর্ক সৃষ্টি হয়েছে কেরলে। ইতিমধ্যেই পুলিশ আইনের সংশোধনী অর্ডিন্যান্সে স্বাক্ষর করেছেন রাজ্যপাল আরিফ মহম্মদ। নতুন এই আইনের ফলে এবার থেকে কেরলে সোশ্যাল মিডিয়ায় আপত্তিজনক পোস্ট করলে ৫ বছর পর্যন্ত জেল কিংবা দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা দু’টোই হতে পারে। যদিও আইন পাশের পর বাক স্বাধীনতা নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। এদিকে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের দাবি, কেরল পুলিশ আইনের এই নতুন সংশোধনী কোনওভাবেই বাকস্বাধীনতা কিংবা পক্ষাপাতিত্বহীন সাংবাদিকতার বিরুদ্ধে ব্যবহৃত হবে না। মহিলা এবং শিশুদের বিরুদ্ধে বাড়তে থাকা সাইবার অপরাধ রুখতেই এই সংশোধন।

 

Related Articles

Back to top button
error: