HighlightNewsখেলাদেশ

কমনওয়েলথে স্বপ্নপূরণ, প্রথমবার ঐতিহাসিক সোনা জয় সিন্ধুর

টিডিএন বাংলা ডেস্ক: অবশেষে ইংল্যান্ডের বার্মিংহামে কমনওয়েলথ গেমসে স্বপ্নপূরণ হল ভারতীয় মহিলা দলের ব্যাডমিন্টর পিভি সিন্ধুর। কমনওয়েলথের ফাইনালে কানাডিয়ান প্রতিপক্ষ মিশেল লি-কে হারিয়ে এই প্রথমবার বহু প্রতিক্ষার সেই ঐতিহাসিক সোনা জয় করলো সিন্ধু। সোমবার ভারতীয় মহিলা দলের হয়ে খেলতে নেমে সিঙ্গলসের চূড়ান্ত লড়াই ফাইনালে কানাডার মিশেল লি-কে ২১-১৫, ২১-১৩ গেমে হারিয়ে সোনা ছিনিয়ে আনেন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন পিভি সিন্ধু।

সিন্ধুর মতো কানাডার মিশেল লি-র অলিম্পিক্স পদক নেই। কিন্তু তিনি বিশ্বের র‍্যাঙ্কিং এ ১৩ নম্বরে আছেন। ২০১৪ সালে গ্লাসগোয় আয়োজিত কমনওয়েলথ গেমসে সিঙ্গলসে সোনা জিতেছিলেন তিনি। ফলে বেশ জমে ওঠে এই ফাইলান ম্যাচ। তাঁর এই সাফল্যের পর চারি দিক থেকে আসছে প্রশংসার বন্যা। প্রশংসার বন্যায় ভেসে উচ্ছসিত সোনার মেয়ে সিন্ধু।

Related Articles

Back to top button
error: