দেশ

প্রশান্তর সঙ্গে দিল্লিতে বৈঠক অভিষেকের, কী নিয়ে বৈঠক?

টিডিএন বাংলা ডেস্ক : ভোট স্ট্র্যাটিজিস্ট প্রশান্ত কিশোরের সঙ্গে দিল্লিতে বৈঠক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দু’জনের মধ্যে প্রায় ঘন্টা দুয়েক কথাবার্তা হয়। তৃণমূল সূত্রের খবর, অভিষেক কলকাতা রওনা হওয়ার আগে দিল্লির একটি পাঁচতারা হোটেলে এই বৈঠক হয়। এই বৈঠককে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

দু’জনের কী নিয়ে কথা হল? তৃণমূল সূত্রের দাবি, দু’জনের মধ্যে আগামিদিনে দলের রণনীতি নিয়ে কথা হয়েছে। সোমবার রাতে ইডির দফতর থেকে বেরিয়ে অভিষেক তীব্র আক্রমণ করেছিলেন মোদি-শাহকে। এই পরিস্থিতিতে প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠক অভিষেকের। যার বাড়তি গুরুত্ব আছে বলে মনে করা হচ্ছে।

আরও একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনার কথা উঠে আসছে। সোমবার রাতে অভিষেক দাবি করেছিলেন, কেন্দ্রীয় এজেন্সির জেরার ভয়ে তারা কংগ্রেসের মতো গুটিয়ে যাবেন না। সূত্রের খবর, অভিষেকের এই মন্তব্য ঘিরে কংগ্রেস হাইকমান্ডের কাছে যাতে ভুল বার্তা না যায়, তা দেখার কাজ করেছেন তৃণমূল ও কংগ্রেস এই দুই শিবিরের পরম বন্ধু প্রশান্ত।

আরও তাৎপর্যপূর্ণ বিষয় হলো, অভিষেক কলকাতা ফেরার কিছুক্ষণের মধ্যেই মঙ্গলবার সন্ধ্যায় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী জানান, তারা ভবানীপুরের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছেন না। রাজনৈতিক মহলের একাংশের অনুমান, অভিষেক এবং প্রশান্তর বৈঠকের পর ভবানীপুরে প্রার্থী না দিয়ে জোট বার্তা দিয়েছে কংগ্রেস হাইকমান্ড।

Related Articles

Back to top button
error: