নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: উত্তর-পূর্ব ভারতের কংগ্রেসের একজন স্তম্ভ হারালাম। আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর মৃত্যুতে এভাবেই শোকবার্তা দিলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। এক বার্তায় তিনি বলেন, “তরুণ গগৈ আর নেই আমাদের মধ্যে ― ভাবতে পারছি না। পার্লামেন্টে আমার সহযোগী ছিলেন, কংগ্রেস ওয়ার্কিং কমিটির মিটিং-এও দেখা হত। উত্তর-পূর্ব ভারতের কংগ্রেসের একজন স্তম্ভ আমরা হারালাম। তরুণ গগৈ এর প্রয়াণে যার পর নাই দুঃখিত। তাঁর আত্মার শান্তি কামনা করি। স্বজন হারানো পরিবারের সকলকে জানাই আমার সমবেদনা।”