Highlightদেশরাজ্যশিক্ষা ও স্বাস্থ্য

আলিমের পর মাদ্রাসা বোর্ডের ফাজিল পরীক্ষায়ও রাজ্যে দ্বিতীয় উত্তর ২৪ পরগনার সাবির আলী

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: মাদ্রাসা বোর্ডের ফাজিল পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছেন সাবির আলী মোল্লা। তিনি ফাজিল পরীক্ষা ৬০০ এরমধ্যে ৫৩৩ পেয়েছেন। সাবির আলী উত্তর ২৪ পরগনা জেলার রাজারহাট ব্লকের চাঁদপুর গ্রামের বাসিন্দা। সাবির জানিয়েছেন, তিনি দিনে প্রায় ১৪ থেকে ১৫ ঘন্টা পড়াশোনা করতেন। সাবিরের এই সাফল্যে খুশি তার মা-বাবা, পরিবার সহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও এলাকার মানুষ।

সাবির আমিনপুর কেএমসি সিনিয়র মাদ্রাসার ছাত্র। ইতিপূর্বে তিনি ওই মাদ্রাসা থেকেই মাদ্রাসা বোর্ডের আলিম (মাধ্যমিক) পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় হয়ে ছিলেন। এই স্থান ধরে রাখতে সাবিরকে অনেকটাই পরিশ্রম করতে হয়েছে বলে তিনি জানিয়েছেন। অন্যদিকে আমিনপুর কেএমসি সিনিয়র মাদ্রাসার থেকে এ বছর রাজ্যের আলিম পরীক্ষায় অষ্টম স্থান অধিকার করেছেন রোকাইয়া সুলতানা। তিনি ৯০০ এর মধ্যে ৮০১ নম্বর পেয়েছেন। সাবির আলীর পরিবারের ছয় ভাইয়ের মধ্যে পাঁচ নম্বর সে। সাবির বলেন, তার মা দিনরাত এক করে সমস্ত কাজের মধ্যেও তার সেবা করতেন। বাবা ব্যবসার জন্য ছেলের পেছনে যথেষ্ট পরিমাণ সময় না দিতে পারলেও তার প্রয়োজনে কোনো অংশেই কমতি রাখেননি।

Related Articles

Back to top button
error: