করোনা সুনামী রুখতে মহারাষ্ট্রের পর এবার নাইট কারফিউ কর্ণাটকে

টিডিএন বাংলা ডেস্ক: মহারাষ্ট্রের পর এবার কর্ণাটক। করোনা সুনামী রুখতে আগামী ২ জানুয়ারি পর্যন্ত নাইট কারফিউ জারি কর্ণাটকে। নাইট কারফিউ মূলত রাত দশটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত চলবে। কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার সংবাদমাধ্যমকে জানান, জানুয়ারির ২ তারিখ পর্যন্ত গোটা কর্নাটকে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত ‘নাইট কার্ফু’ চলবে। ক্রিসমাসের সপ্তাহে রাত ১০টার পর আর কোনও অনুষ্ঠান করা যাবে না। নতুন বছরের শুরুর ২টো দিনেও এই একই নিয়ম কার্যকর থাকবে। অন্যদিকে ৫ জানুয়ারি পর্যন্ত মহারাষ্ট্রে রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত নাইট কার্ফুর ঘোষণা দিয়েছে মহারাষ্ট্র সরকার।