কৃষি বিলের বিরোধিতায় ডেরেক ও ব্রায়নের সমর্থনের প্রশংসা করলেন অকালি দলের প্রধান সুখবীর সিং বাদল
টিডিএন বাংলা ডেস্ক: গত সপ্তাহে কৃষি বিলের বিরোধিতায় সরব হয়ে রাজ্যসভায় নিয়ম ভঙ্গের অভিযোগে সাসপেন্ড হন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। বিলের বিরোধিতায় আগেই পদত্যাগ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কৌর বাদল। এরপর, শনিবার সন্ধ্যায় সংশোধিত কৃষি বিলের প্রতিবাদে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স তথা এনডিএর থেকে জোট ভেঙে বেরিয়ে আসে পাঞ্জাবের শিরোমনি অকালি দল।
অকালি দলের সমর্থনে ডেরেক ও ব্রায়ন একটি টুইট করে লেখেন,”আমরা কৃষকদের সমর্থন রত অকালি দলের পাশে আছে। কৃষকদের জন্য লড়াই করা তৃণমূলের ডিএনএতে আছে। ২০০৬ সালে নিজের জীবন বিপন্ন করে কৃষকদের অধিকারের স্বার্থে ২৬ দিনের ঐতিহাসিক অনশন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কৃষি বিল ২০২০-র বিরোধিতা করি কারণ এটি রাজ্যের ভূমিকা, এমএসপি, পিডিএস এবং উৎপাদনকে বিপন্ন করে।”
ডেরেক ও ব্রায়েনের এই টুইটটি উল্লেখ করে তাঁর এই সমর্থনের প্রশংসা করেন পাঞ্জাবের শিরোমনি অকালি দলের সভাপতি সুখবীর সিং বাদল। তিনি লেখেন,”ডেরেক সংসদে কৃষি বিলের বিরোধিতায় আপনার পদক্ষেপ সর্বজনবিদিত। আপনার সমর্থন কে প্রশংসা জানাই।”