নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার চেষ্টার অভিযোগ, বিজেপি সভাপতির বিরুদ্ধে দেশদ্রোহের মামলা ঝাড়খন্ডে
টিডিএন বাংলা ডেস্ক: কয়েকমাসের মধ্যে ঝাড়খন্ডে সরকার গঠন করবে বিজেপি। সম্প্রতি সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করেছিলেন ঝাড়খণ্ডের বিজেপি সভাপতি তথা রাজ্যসভা সাংসদ দীপক প্রকাশ। আর সেই মন্তব্যের জেরেই নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার চেষ্টার অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে দুমকা থানায় দেশদ্রোহিতার মামলা দায়ের। মামলাটি দায়ের করেছেন কংগ্রেসের জেলা সভাপতি শ্যামল কিশোর সিং।
দুমকার পুলিশ সুপার অম্বর লাকরা সংবাদমাধ্যমকে জানান, নির্বাচিত জোট সরকারকে ফেলার চক্রান্ত করছেন এই অভিযোগে বিজেপির রাজ্য সভাপতি প্রকাশের বিরুদ্ধে পুলিশের কাছে দেশদ্রোহিতা অভিযোগ করেছেন দুমকার কংগ্রেস সভাপতি। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২৪এ, ১২০বি, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। যদিও পাল্টা চ্যালেঞ্জ দিয়ে ঝাড়খন্ড বিজেপি সভাপতি বলেন, গ্রেপ্তার হওয়ার জন্য প্রস্তুত রয়েছি আমি। হেমন্ত সোরেন সরকারের যদি সাহস থাকে তাহলে আমাকে গ্রেপ্তার করে দেখাক।