দেশ

এ বছরও বাতিল হল অমরনাথ যাত্রা

টিডিএন বাংলা ডেস্ক : সোমবার জম্মু–কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা বলেছেন, আগের বছরের মত এবারও বন্ধ করে দেওয়া হল অমরনাথ যাত্রা। তবে মন্দিরের পুজোর কাজ আগের মতই চলবে।

প্রত‍্যেক বছরই দক্ষিণ কাশ্মীরের এই পুণ্যতীর্থে প্রচুর মানুষের সমাগম হয়। ৫৬ দিন ধরে চলে এই অমরনাথ যাত্রা। মন্দির কমিটির সঙ্গে কথা বলার পর এই অমরনাথ যাত্রা বন্ধ রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। জম্মু কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা টুইট করে জানিয়েছেন, করোনা পরিস্থিতির কারণে পবিত্র অমরনাথ যাত্রা বাতিল করা হয়েছে। তিনি আরো বলেন, মানুষের জীবন রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। তাই এই পুণ্যার্থীদের অমরনাথ মন্দিরের পথে যাত্রা করার অনুমতি দেওয়া হচ্ছে না। তিনি আরও জানিয়েছেন, প্রথম পূজা, সমাপন পূজার মতো বিশেষ দিনগুলিতে কোভিড প্রোটোকল মেনে চলা জরুরি। শাস্ত্রমতে আরতি করার জন্য যে সমস্ত সাধুসন্তরা অমরনাথ গুহায় যাবেন, তাঁদেরও কোভিড প্রোটোকল মেনে চলতে হবে।

জম্মু কাশ্মিরের উপ রাজ্যপাল, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ,জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা-সহ শীর্ষস্থানীয় আরও অনেক নেতা জম্মু কাশ্মীর এর পরিস্থিতির উপরে বৈঠক করেন। এর পরই এই সিদ্ধান্ত নেয়া হল।

অবশ্য অমরনাথ যাত্রা বাতিল করা হলেও সকলের দেখার জন্য অনলাইনে পূজোর কার্যক্রম দেখানো হবে।

উল্লেখ যে, আগের বছরও করোনা পরিস্থিতির কারণেই অমরনাথ যাত্রা বন্ধ রাখা হয়েছিল। তার আগের বছর ২০১৯ সালে জম্মু কাশ্মীরের ৩৭০ ধারা রদের কথা ঘোষণা করার আগেই অমরনাথ যাত্রার সময়সীমা কাঁটছাট করা হয়।সেই বছর ৩ লাখ ৪২ হাজার ৮৮৩ জন পুণ্যার্থী অমরনাথ যাত্রা করেছিলেন।

Related Articles

Back to top button
error: