দেশ

আসিফ লিঞ্চিং : যথেষ্ট সাক্ষী তথ্যপ্রমাণ থাকা সত্ত্বেও হরিয়ানা পুলিশ গ্রেপ্তারকৃত চারজনকে মুক্তি দিয়েছে

টিডিএন বাংলা ডেস্ক :  কাস্টডি থেকে ছাড়া পাওয়া প্রতিটি ব্যাক্তির বিষয়ে আসিফের মৃত্যুর প্রত্যক্ষদর্শী রশিদ খান পুলিশকে বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন।

আসিফ লিঞ্চিং মামলায় চার আসামির নাম আসিফের বাবা , ভাই এবং প্রত্যক্ষদর্শী রশিদ উল্লেখ করা সত্ত্বেও হরিয়ানা পুলিশ তাদের তদন্তে নির্দোষ বলে প্রমাণ পেয়েছে।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী পুলিশ স্থানীয় আদালতে তাদের ছাড়পত্রের আবেদন জমা দিয়েছে, যা ৮ই জুন রাতে তাদের বাড়িতে ফিরে আসতে সহায়তা করে।

আসিফের পরিবার হতবাক হয়ে গেছে এই মামলায় অভিযোগপত্র দাখিলের আগেই চারজনকে ক্লিন চিট দেওয়া হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী রশিদ, যিনি আসিফের সাথে ছিলেন এবং গুরুতর আহত হয়েছেন, তিনি সংবাদমাধ্যমের প্রতিবেদক ও বিভিন্ন মিডিয়ায় অপরাধের ঘটনাস্থলে চার আসামির জড়িত থাকার স্পষ্ট বিবরণ দিয়েছিলেন।

এফআইআরে নাম প্রকাশিত ১৪ জনের মধ্যে এই চারজন ছিলেন। জাকিরের বাবা অভিযোগ দায়ের করার সময়ে রশিদ পাশে বসে কি ঘটেছিল তা বর্ণনা করে। এই চারজনকে ১৭ই মে ঘটনার একদিন পরে গ্রেপ্তার করা হয়েছিল।

যেহেতু উক্ত আসামিরা তাদের গ্রামে ফিরে এসেছে তাই উত্তেজনা বেড়ে গিয়েছে খলিলপুর খেদা গ্রামে যেখানে আসিফ এর পরিবারও বাস করে। আসিফের পরিবার ও রশিদ তাদের নিজস্ব সুরক্ষার জন্য উদ্বিগ্ন।

ইতিমধ্যেই আসামির পক্ষে বেশ কয়েকটি মহাপঞ্চায়েত সংগঠিত হওয়ায় বিষয়টি বিশৃঙ্খলার সৃষ্টি করেছে এবং এই বিষয় নিয়ে এখনও দশ দিন পরেও এফআইআর নথিভুক্ত হয়নি। পুলিশ আশিফের পরিবারের আস্থা অর্জনে সহায়তা করে নি।

Related Articles

Back to top button
error: