দেশ

অসম-মিজোরাম সংঘর্ষ, রাহুলের নিশানায় শাহ

টিডিএন বাংলা ডেস্ক : অসম-মিজোরামে পুলিশ ও জনতার খণ্ডযুদ্ধ। চলে গুলি-বোমা। গুলিতে প্রাণ হারান ৬ পুলিশ কর্মী। এই ঘটনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়ী করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। তাঁর অভিযোগ, ঘৃণা ও অবিশ্বাসের চাদর সরাতে সম্পূর্ণ ব্যর্থ অমিত শাহ। যার ফলে দেশের সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে, প্রাণ দিতে হচ্ছে।

উত্তর-পূর্বের ৮ রাজ্যেই বিজেপি নেতৃত্বাধীন সরকার। তা সত্ত্বেও বেড়েই চলেছে আন্তঃরাজ্য বিবাদ। উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির সীমান্ত বিবাদ মেটানোর পরামর্শ দিয়েছেন শাহ। কিন্তু তাঁর দিল্লি ফিরতেই আবার উত্তপ্ত ২ রাজ্য। যা নিয়ে অমিত শাহকেই দুষেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। রাহুলের কথায়, ঘৃণা ও অবিশ্বাসের চাদর সরাতে সম্পূর্ণ ব্যর্থ অমিত শাহ। যার ফলে দেশের সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে, প্রাণ দিতে হচ্ছে। ঘটনার পর রাহুল গান্ধি অশান্তির ভিডিও টুইট করে মৃত পুলিশকর্মীদের পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি জখমদের দ্রুত আরোগ্যও কামনা করেন।

উল্লেখ্য বিধানসভার চলতি অধিবেশনে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছিলেন, ১ হাজার ৮০০ হেক্টর জমি দখল করেছে মিজোরাম। এরমধ্যে ১,৭৭৭,৫৮ একর জমি বাঙালি অধ্যুষিত বরাকের। শুধু মিজোরামই নয়। অসমের সঙ্গে মেঘালয় ও নাগাল্যান্ডের সীমান্ত বিবাদ বাড়ছে।

Related Articles

Back to top button
error: