দেশ

গো-বলয়ে ভোট আবহে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে দলিতদের উপর আক্রমণ ও অত্যাচার

টিডিএন বাংলা ডেস্ক : সাম্প্রতিক ক্রমবর্ধমান মব লিঞ্চিং, দেশ জুড়ে দলিত, আদিবাসী এবং ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার ক্রমশই বৃদ্ধি পেয়েই চলেছে। বর্তমান ডানপন্থী সরকারের বিভিন্ন সহযোগীদের পরোক্ষ মদতে হিন্দুত্ববাদী মতাদর্শ নিজেই হিংসাত্মক এবং সঙ্ঘ পরিবারের মনুবাদ কে আকড়ে ধরে প্ররোচনাকারী রূপে কালো ছায়া হয়ে বাস্তবায়িত হচ্ছে দেশের গরীব হত দরিদ্র আদিবাসী দলিত সমাজের উপর।

হিন্দুত্ববাদী জনতা এবং সাংবিধানিক পদে অধিষ্ঠিত বিভিন্ন লোকেদের দ্বারা এই নৃশংস কাজগুলো বিভিন্নভাবে জনসাধারণকে অপরাধ করতে উৎসাহিত করে। একই প্রতিফলন দেখা যায়- ধর্মীয় সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে বসবাস করার জন্য একটি স্পষ্ট বার্তা বিভিন্ন পক্ষ থেকে বারবার দেওয়ার মাধ্যমে।

করোনা কালীন সময়ে সাধারণ গরীব দুঃখী মানুষদের হাহাকার গোটা দেশকে বিশৃঙ্খল পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। এখনও করোনা কাল না পেরোলেও সাধারণ মানুষ সাধারণ জীবন যাপনের দিকে যথার্থ এগিয়ে যাচ্ছে আর এর মধ্যেই ডানা মেলতে শুরু করেছে অপরাধ , বিশেষত গো-বলয়ে ভোটের আবহ ফিরে আসতেই অত্যাচার অবিচার অনাচার বিভাজন রাজনীতি সুস্পষ্ট হয়ে দাঁড়িয়েছে । মাইনরিটি দের পাশাপাশি ভয়ঙ্কর ভাবে বেড়ে উঠেছে দেশের বিভিন্ন প্রান্তের দলিত আদিবাসীদের উপর আক্রমণ অত্যাচার।

গতো একমাসের বিভিন্ন দলিত অত্যাচারের কাহিনী বিভিন্ন ভাবে যতোটা সামনে এসে দাড়িয়েছে তার কিছুটা এখানে তুলে ধরার চেষ্টা করা হবে পাঠকদের জন্য। এই মাসেই বিশ্বের সর্বাধিক আলোচিত রাজনৈতীক বিষয় আফগানিস্থানে তালিবানদের ক্ষমতা হস্তান্তর হলেও টোকিও অলিম্পিক এবং তার বিশ্ব ভ্রাতৃত্বের বার্তা গোটা বিশ্বকে এক চরম উৎসাহ আনন্দ দেখিয়েছে। ভারত ছিনিয়ে এনেছে অ্যাথিলিট বিভাগে প্রথমবারের মতো একক পদক সোনা সহ আরো ৭ পদক , দীর্ঘদিন পর গৌরবান্বিত হকি ফিরে নিয়ে এসেছে পুরুষদের বিভাগে পদক আর তাদের পাশেই মহিলা দল পদক নিতে মরিয়া চেস্টা করেও অল্পতে হাতছাড়া করেছে। গোটা মহিলাদলকে নিয়েও মানুষ আবেগে আপ্লুত ছিল ভরিয়ে দিয়েছে বিভিন্ন প্রশংসায় , কিন্তূ এরই মাঝে মহিলাদলের দলিত খেলোয়াড় বন্দনা কটারিয়ার এর পরিবার কে আক্রমণ করে বসে উচ্চবর্ণের লোকেরা। তার উপস্থিতিতেই নাকি হেরে বসেছে মহিলা দল , তিনি দলিত হয়ে কি করে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেন তাই নিয়ে প্রশ্ন করে ।

আগস্টের প্রথমদিনে উত্তরপ্রদেশ বান্দায় গ্রাম প্রধানের ভোটে লড়তে চাওয়া দলিত মহিলাকে আগুনে পুড়ি়য়ে মারার হুমকি সহ হেনস্থা করে বর্ণ হিন্দু ব্যাক্তি , মহিলার বাড়িতে আগুন লাগিয়ে দেয় । পুলিশে অভিযোগ জানালেও যথাথত কেনো ব্যাবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।

একইদিনে উত্তরপ্রদেশেরই আলিগড় পুলিশ স্টেশন অধিনস্ত আহোরল্লা গ্রামে এক দলিত ব্যাক্তিকে রাম রাম জপ না করায় মারধর করে উচ্চবর্ণের এক ব্যাক্তি , পরিবার প্রতিনিধি তাকে রক্ষা করতে এলে তাদের উপরেও চড়াও হয়।

আগষ্ট দ্বিতীয়তে সামনে ফিরে আসে হাতরাসের ন্যায় ভয়ঙ্কর চিত্র , রাজধানীর বুকে ৯ বছরের দলিত বাল্মীকি বাচ্চা মেয়েকে ধর্ষণ করে পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে পুরোহিতের উপর। নাঙ্গালে মৃত বাচ্চার শরীর তুলে নিয়ে গিয়ে পুড়িয়ে দেয় পুরোহিত , নিজেকে নির্দোষ প্রমাণ করতে সবকিছু মিটিয়ে ফেলার চেষ্টা।
এ নিয়ে বিভিন্ন দলিত সংগঠনের চাপে পড়ে এবং অবরোধ ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সহ দিল্লী সরকারের দৃষ্টি আকর্ষন করে , এরপর একে একে বিভিন্ন বিরোধীদল এই নিয়ে তদন্ত বিচারের দাবী জানায়।

৩ আগস্ট পাঞ্জাবে বাঁধাই গ্রামে ইট ফ্যাক্টরিতে কর্মরত দলিত কর্মচারীকে ট্রাক্টরের পিছনে বেঁধে নিয়ে ঘুরিয়ে বেড়ানো হয়।

মালিক যথাসময়ে টাকা না দেওয়ায় তাই নিয়ে বলতে গেলে মালিক তাকে ধরে মারতে বলেন।

৪ ই আগষ্ট উত্তরপ্রদেশ গোরক্ষপুর ইউনিভার্সিটিতে এক দলিত ছাত্রীকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় , ইউনিভার্সিটিতে ঘটে চলা বিভিন্ন জাতিগত বৈষম্য এর জন্য দায়ী বলে অভিযোগ ছাত্র মহলের।

উপস্থিত একজন শিক্ষক জিনি পরীক্ষার ডিউটি করছিলেন তিনি জানান তারা একটা মৃত বডি দেখতে পায় , যেটা সুইসাইড বলে তাদের মনে হয় না। ইউনিভার্সিটির দীক্ষা ভবনে চলছিল পরীক্ষা কিন্তূ অন্যদিকে সমস্ত ডিপার্টমেন্ট বন্ধ থাকার পরও হোম সায়েন্স ডিপার্টমেন্ট এর স্টোর রুম কি কারণে খোলা থাকতে পারে বলে তাদের অভিযোগ।

মৃত ছাত্রী প্রিয়াঙ্কা কারোর সাথে কোনরকম ঝামেলায় জড়িয়ে ছিল না , সে তার নিজের পড়াশুনার ক্ষেত্রে যথেষ্ট সিরিয়াস ছিল।

৫ ই আগষ্ট ভারতের হকিতে মহিলা টিমের হারে আনন্দ মানায় কিছু শ্রেণীর মানুষ হরিদ্বার রোশনবাদ গ্রামে , মহিলা দলের হকি প্লেয়ার বন্দনা কাটারিয়ার এর বাড়ির সামনে। তাদের অভিযোগ অনেক বেশি দলিত প্লেয়ার থাকাই এই হারের কারণ।

কেরালার তিরুভান্থানাপুরমে ৩৭ বছর বয়সী দলিত সোশ্যাল ওয়ার্কার এবং যিনি একজন সোশ্যাল মিডিয়া এক্টিভিস্ট তাকে ধর্ষনের অভিযোগ ওঠে একজন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার এর উপর যিনি টেকনোপার্ক এর মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কর্মরত।

উত্তরপ্রদেশের হারদই জেলার হারিয়াওয়ান পুলিশ এলাকায় ৮ বছরের বাচ্চাকে মেরে ফেলার অভিযোগ ওঠে এক ব্যাক্তির প্রতি। বাচ্চার মা সেই ব্যাক্তির কাছে কিছু ধার নিয়েছিল যা ফিরিয়ে দিতে না পারলে তার বাচ্চাকে ফেরে ফেলে সেই ব্যাক্তি।

৬ ই আগষ্ট সামনে আসে মাদুরাইয়ে ৫০ বছর বয়সী পালানি নামক ব্যাক্তিকে হত্যা করার অভিযোগ ওঠে তারই গ্রামের আপারকাস্ট এর হিন্দু ব্যাক্তির উপর। উক্ত ব্যাক্তির মেয়ে দলিত শ্রেণির পালানির ছেলেকে বিয়ে করতে চাইলে এমনটা করেন তার বাবা।

মধ্য প্রদেশের আগার জেলায় পায়ালি গ্রামে উচ্চবর্ণের হিন্দুরা এক মৃত দলিত মহিলার মৃতদেহ শমশানে দাহ করতে দলিত কমিউনিটির লোকেদের জোরপূর্বক বাঁধা দেয়। তাদের দাবি এই শমশান গ্রাউন্ড তাদের জন্যে সংরক্ষিত।

এই আগস্টের ৯ তারিখই বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব উপজাতি দিবস। বর্তমান বিশ্বে প্রতিনিয়ত পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দিতে ব্যাস্ত আধুনিক মানবজাতি , প্রাকৃতিক রিসোর্স কে ব্যাবহারের মাধ্যমে শেষ করেই চলছে।

কিন্তূ এই উপজাতিরা মানবজাতিকে দেখিয়েছে কি করে প্রকৃতিকে ধ্বংস না করে তাদের সাথে সহবস্থান করে থাকা যায়।

উন্নয়নের নামে এই উপজাতি দেরই উচ্ছেদ ও বিভিন্নভাবে অত্যাচারিত করা হলে তাদের চোখে আধুনিক সভ্য সমাজ শত্রু রূপে প্রকট হয়ে ওঠে। বারবার সংঘাত দেখা দিয়েছে উপজাতির লোকেদের সাথে বিভিন্ন্ পক্ষের। উপজাতির লোকেদের অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াইয়ে এক অন্য নাম ফুলন দেবী ,১০ ই আগস্ট তার জন্মদিনে অনেকেই তাকে স্মরণ করে।

দলিত আদিবাসী বা নিম্ন শ্রেণীর লোকেদের প্রতি অচ্ছুৎ এর প্রাকটিস এখনও চরম ভাবে লক্ষণীয় এবং ইদানিং যা অনেক ক্ষেত্রেই সামনে আসছে। এমনই এক ভিডিও ভাইরাল হয় যেখানে জনপ্রতিনধি ত্রাণ দিতে গিয়ে দূর থেকে ছুঁড়ে দিচ্ছেন বয়স্ক বৃদ্ধা মহিলাকে।

পাঞ্জাবে এক দম্পতির পরিবার আদালত বিবাহে সম্মত হয়, উচ্চ বর্ণের হিন্দু সরপঞ্চ তাকে দলিত হওয়ার কারণে গ্রাম থেকে বহিষ্কার করে। সরপঞ্চ তাকে এবং তার পরিবারকে মারধর করেছে। তিনি তাদের গ্রাম থেকে সরানোর আদেশ জারি করেছেন।

মিরাটে ভিএইচপি এবং বজরং দলের গুন্ডাদের দ্বারা বর্ণগত নিষ্ঠুরতার মুখোমুখি হওয়ার পরে, অনেক এসসি লোক তাদের বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়। সেই সমস্ত লোকেদের ছেড়ে যাওয়া বাড়িগুলি রঙ করা হয়েছে বিক্রির জন্য। এভাবেই চলছে অন্যায় দখলদারি।

রাজস্থানে নাবালক দলিত মেয়েকে ভোপাল সিং নামে এক ব্যক্তি ধর্ষণ করে , সে তার ছাগল চরাতে গিয়েছিল। যখন সে অজ্ঞান হয়ে পড়ে তাকে ঝুলিয়ে হত্যা করার চেষ্টা করে ওই ব্যাক্তি।

গুন্টুর শহরে দিনের আলোতে ২০ বছর বয়সী মেয়ে নল্লা রাম্যশ্রীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। সে চেব্রোলুর সেন্ট মেরি ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় বর্ষের বিটেক ছাত্রী ছিল।
এই বিষয় সামনে এলে অন্ধ্রপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী দিশা অ্যাপ ব্যবহার না করার জন্য পরোক্ষভাবে ভুক্তভোগীকে দায়ী করে।

ওড়িশা পুরীতে বর্ণ প্রথার বিরুদ্ধে বিদ্রোহের জন্য তাদের গ্রাম ছেড়ে পালাতে বাধ্য হয় দলিত পরিবারগুলি।
পরিবারগুলি যারা একসময় এই গ্রামে শান্ত জীবন যাপন করত, তারা উচ্চবর্ণের দ্বারা নির্দেশিত আদেশ মানতে অস্বীকার করায় তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া করে।

মধ্যপ্রদেশের দেওয়াস জেলার টপ্পা গ্রামে ঘটে হৃদয় বিদারক ঘটনা, এক আদিবাসী মহিলাকে গণধর্ষণ করে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে। মহিলার অবস্থা খুবই খারাপ ছিল, এই বেদনাদায়ক ঘটনাটি ঘটেছিল রাখিবন্ধনের দিন। অভিযুক্ত পলাতক

মহারাষ্ট্রীয় দলিত পরিবারের ৭ জন সদস্যকে মারধর করা হয় , যার মধ্যে পরিবারের ৩ প্রবীণ নাগরিক ও উপস্থিত ছিল। জাদুকরী ও কালো জাদু করার সন্দেহে প্রভাবশালী জাতের হিন্দু সম্প্রদায়ের দ্বারা পুরো গ্রামের সামনে খুঁটিতে বেঁধে রাখা হয় মহিলা সদস্য কে।

উত্তর প্রদেশ লখনউ রামপুর জেলায় ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনায় ১৪ বছর বয়সী এক দলিত মেয়েকে অপহরণ করা হয়েছিল এবং পাঁচজন লোক তাকে গণধর্ষণ করেছে বলে অভিযোগ।

দিল্লি লক্ষ্মীবাই কলেজের হিন্দি বিভাগের টিচার ইনচার্জ এর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে, যিনি ১৬ই আগস্ট কলেজে একটি মিটিংয়ের সময় বেশ কয়েকজন শিক্ষকের উপস্থিতিতে একজন দলিত সহযোগী অধ্যাপককে চড় মারেন বলে অভিযোগ।

গুজরাতে ৩০ বছরের এক আদিবাসী মহিলা অভিযোগ করেছেন যে বিজেপি নেতা হীরেন প্যাটেল তাকে ধর্ষণ করেছেন। হীরেন প্যাটেল নর্মদা জেলায় বিজেপির সহ -সভাপতি। মহিলা জানিয়েছেন যে হিরেন প্যাটেল তাকে চাকরি করে দিয়েছেন এবং বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার পর তার সাথে সম্পর্ক স্থাপন করে।

মধ্যপ্রদেশের নিমুচ জেলার সিঙ্গোলি থানা এলাকায়, একটি আদিবাসী যুবককে চোর সন্দেহ করে জনতা মারধর করে এবং তারপর তাকে একটি ট্রাকে বেঁধে কয়েক কিলোমিটার টেনে নিয়ে যাওয়া হয়। যার পরিণতিতে মৃত্যু হয় ছেলেটির।

পাঞ্জাবে ফাজিলকা এলাকায় একটি দলিত দম্পতি এবং তাদের নাবালিকা মেয়েকে একটি গাছে বেঁধে মারধর করা হয়। মেয়ে এবং তার মাকে যৌন হয়রানি করে লোকেরা।

উত্তরপ্রদেশ বিজেপি সভাপতি জৌনপুরের এক দলিত সাংবাদিক সন্তোষ কুমারের পা ভেঙে দেন বলে অভিযোগ। এ নিয়ে রিপোর্ট করা সত্ত্বেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পদক্ষেপের অভাবে পরিবারের সদস্যরা অনশনে বসেন।

পশ্চিম দিল্লির এক নাবালক দলিত মেয়েকে তার বাড়িওয়ালার এক আত্মীয় ধর্ষণ করে হত্যা করে। পোস্টমর্টেম রিপোর্টে তার মুখ ও গোপনাঙ্গে মারাত্মক আঘাত পাওয়া গেছে। অভিযুক্তরা তার লাশ দাহ করার জন্য চাপ দেয়, যতক্ষণ না প্রতিবেশীরা হস্তক্ষেপ করে।

এরকমই বিভিন্ন ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে দেশের বিভিন্ন প্রান্তে।

Related Articles

Back to top button
error: